33 C
Kolkata
Sunday, May 19, 2024

Qatar World Cup-2022: ইকুয়েডরের শুরু, কাতারকে হারিয়ে বিশ্বকাপ

Must Read

 দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের কাছে বিধ্বস্ত হল আয়োজক দেশ কাতার। ইকুয়েডর বুঝিয়ে দেয় তারা ল্যাতিনের ফুটবল সমৃদ্ধ দেশ। আগের ২১টি বিশ্বকাপের আয়োজক দেশ ১৬টিতে জিতেছিল, ড্র করেছিল ৬টি ম্যাচে।

কাতারের দোহার আল বাইত স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে আয়োজক কাতারের মুখোমুখি হয় ইকুয়েডর। এই ম্যাচের মধ্য দিয়ে অভিষেক হল ফিফা বিশ্বকাপের ২২তম আসরের। উদ্বোধনী ম্যাচে ২-০ গোলে জিতেছে ইকুয়েডর।

আরও পড়ুন -  Tunisia-Denmark: ডেনমার্ক-তিউনেশিয়া গোলশূন্য ড্র, কাতার বিশ্বকাপে প্রথম

 বিশ্বকাপে প্রথম গোল করেন ইকুয়েডরের তারকা ফরোয়ার্ড ইনার ভ্যালেন্সিয়া। ম্যাচের ১৬ মিনিটে পেনাল্টি থেকে গোল দিয়ে দলকে এগিয়ে নেন। গোল মুখে তাকে কাতারের গোলরক্ষক সাদ আল সাঈব ফাউল করেন। হলুদ কার্ডও দেখেন। বিশ্বকাপ ইতিহাসে এই প্রথম আসরের প্রথম গোলটি হলো পেনাল্টি থেকে।

 দ্বিতীয় গোলটি আসে ৩১ মিনিটে। হেডে গোল দিয়ে জোড়া গোল পূর্ণ করেন ভ্যালেন্সিয়া। ২-০ লিড নিয়ে প্রথমার্ধের খেলা শেষ করে ইকুয়েডর।

আরও পড়ুন -  ভারত ও চীনের সংঘর্ষ, অরুণাচলে

ম্যাচের ৩ মিনিটের শুরুতেই কাতারের জালে গোল দিয়েছিল ইকুয়েডর। অফসাইডের কারণে সেই গোলটি  বাতিল হয়।

ফিফা র‍্যাংকিংয়ে দুই দলের ব্যবধান খুব বেশি নয়। কাতারের চেয়ে মাত্র ছয় ধাপ এগিয়ে ৪৪ নম্বরে অবস্থান ইকুয়েডরের।

আরও পড়ুন -  পশ্চিমবঙ্গের নাম বদল হবে, কেন্দ্রীয় মন্ত্রী কি জানালেন ?

 দারুণ পাসিং ফুটবলে কাতারকে সাধারণ ফুটবল খেলতে দেয়নি তারা। গোটা ম্যাচের ৫৩ শতাংশ বল দখলে রেখে মোট ৬টি শট নেয় ইকুয়েডর যার মধ্যে তিনটিই ছিল লক্ষ্যে। বিপরীতে ৫টি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেনি কাতার।

 বাঁশি বাজার ঠিক আগমুহূর্তে দারুণ একটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি কাতার। ছবিঃ সংগৃহীত।

Latest News

Bhojpuri: মিষ্টি রাতের আলোয় সঞ্চিতার সাথে নরম বিছানায় রোমান্সে মত্ত পবন সিং, ভাইরাল ভিডিও চোখ বুলিয়ে নিন

Bhojpuri: মিষ্টি রাতের আলোয় সঞ্চিতার সাথে নরম বিছানায় রোমান্সে মত্ত পবন সিং, ভাইরাল ভিডিও চোখ বুলিয়ে নিন।  ভোজপুরী সিনেমা: এক...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img