কাজ করবেন না মিম, শরিফুল রাজের বিপরীতে

Published By: Khabar India Online | Published On:

শরিফুল রাজ- বিদ্যা সিনহা মিম,  ‘পরাণ’ ও ‘দামাল’ ছবি দুটিতে জুটি বেঁধে অভিনয় করে সফলতার মুখ দেখেন  নির্মাতারাও আশায় বুক বাঁধা শুরু করেছিলেন।

গুঞ্জন চলছিল নতুন ছবিতে জুটি বাঁধতে যাচ্ছেন তারা। নির্মাতা রায়হান জুয়েলের পরবর্তী সিনেমা ‘পথে হলো দেখা’ ছবিতে দেখা যেত রাজ ও মিমের। বিপত্তি ঘটালেন মিম।

তিনি জানান, রাজের সঙ্গে আর কোন কাজ করবেন না। ‘পথে হলো দেখা’ ছবিতে রাজের সঙ্গে কাজ করার কথা থাকলেও পরিচালককে না করে দিয়েছেন।

আরও পড়ুন -  Weather Update: দুর্যোগের ইঙ্গিত, কলকাতা সহ দক্ষিণবঙ্গে কি হবে?

বিদ্যা সিনহা মিম বলেন, ‘রাজের সঙ্গে পরপর দুটি ছবি ভালো হয়েছিলো। রাজ খুব ভালো সহশিল্পী। জুয়েল ভাইয়ের পরিচালনায় এই ছবিতেও রাজের বিপরীতে কাজের কথা ছিল। এখন আর রাজের বিপরীতে কাজ করব না। গল্পের প্রয়োজনে ছবিতে রোমান্টিক দৃশ্য থাকতে পারে।

আরও পড়ুন -  মালদ্বীপে মধুচন্দ্রিমায় গিয়ে জলে নেমে খাবার খাচ্ছেন মিম!

 রাজের সঙ্গে এসব দৃশ্য করতে গেলে তাদের পরিবারে আবার অবিশ্বাস তৈরি হবে, ঝামেলা তৈরি হবে। তাতে আমার ও আমার পরিবারের জন্য মানসম্মান ক্ষুণ্ন হবে। সামাজিক ও পারিবারিকভাবে আবারও হেয় হতে পারি আমি। আমি চাই রাজ ও পরীমণি ভালো থাকুক।’

তিনি বলেন, ‘রাজের সঙ্গে দামাল ছবির প্রচার থেকে শুরু করে রাজের স্ত্রী পরীমনি ফেসবুকে আমাকে নিয়ে স্ট্যাটাস দিয়ে যে সব ঘটনা ঘটিয়েছেন তাতে রাজের সঙ্গে আর কাজ না করাই উত্তম। শুধু তাই-ই নয়, আমার জন্মদিনেও ট্যাগ করে ফেসবুকে আমাকে নিয়ে বিতর্কিত স্ট্যাটাস দিয়েছেন পরীমণি। আমি অবাক হয়েছি। এতে করে বিয়ের পর আমার প্রথম জন্মদিনটাই ফ্যাকাসে হয়ে গেছে। আমার মা অসুস্থ হয়ে পড়েছিলেন।’

আরও পড়ুন -  Kanyashree Cup: কন্যাশ্রী কাপ ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে শুরু হচ্ছে