নিউইয়র্ক ভয়াবহ তুষারঝড়ের কবলে। শুকবার নিউইয়র্কের পশ্চিমাঞ্চলের একটি অপ্রত্যাশিত তুষারঝড় বয়ে গেছে। কয়েক লাখ বাসিন্দাদের জনজীবন বিপর্যয় মধ্যে পড়েছে। ১১টি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুল। নাগরিকদের ঘরের বাইরে বের হতে মানা করা হয়েছে। যানবাহন চলাচলে দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। বৃহস্পতিবার রাতে শুরু হওয়া ভারী তুষারঝড়ে, অন্টারিও হ্রদ ও লেক এরি সংলগ্ন শহরগুলিতে সবচেয়ে বেশি তুষার পাত হয়েছে। অর্চার্ড পার্ক, যেখানে শুক্রবার রাত পর্যন্ত ৬৬ ইঞ্চির বেশি রেকর্ড করা হয়েছিল। প্রতি ঘণ্টায় দুই থেকে তিন ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়েছে। ৫ ফুট তুষারে ঢেকে গেছে নিউইয়র্কের দ্বিতীয় বৃহত্তম শহর বাফেলো। কোনো এলাকা ৬ ফুট বরফের নিচে।
এরি কাউন্টির মেয়র, মার্ক পোলোনকার্জ জানিয়েছেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কমপক্ষে দুটি মৃত্যু হয়েছে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিসের জানিয়েছে, ঠান্ডা বাতাস অঞ্চল জুড়ে অব্যাহত থাকবে, যার ফলে একটি দীর্ঘায়িত তুষার ঝড়।
সূত্রঃ সিএনএন, ছবিঃ সংগৃহীত।