Pakistan: মিনিবাস খাদে পড়ে শিশুসহ নিহত ২০, পাকিস্তানের সিন্ধু প্রদেশে

Published By: Khabar India Online | Published On:

একটি মিনিবাস গভীর জলাশয় খাদে পড়ে ১১ শিশুসহ অন্তত ২০ জন নিহত হয়েছে পাকিস্তানের সিন্ধু প্রদেশে।শুক্রবার পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। স্থানীয় পুলিশ কর্মকর্তা খাদিম হুসেইনের কথা অনুযায়ী, বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার রাতে সিন্ধু প্রদেশের সেহওয়ান শরিফ শহরের কাছে, একটি ২৫ ফুট গভীর খাদে পড়ে মিনিবাসটি।

আরও পড়ুন -  Nude Pictures: রণবীরের বিরুদ্ধে মামলা, নগ্ন ছবি তোলায়

হুসেইন বলেন, বাসটির চালক রাস্তায় ডাইভারশনের চিহ্ন দেখতে পাননি এবং নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তিনি বলেন, নিহত শিশুদের বয়স দুই থেকে আট বছরের মধ্যে, সম্ভবত তারা মারাত্মকভাবে আহত হওয়ার সময় তাদের বাবা-মায়ের কোলে বসে ছিল।

আরও পড়ুন -  Asia Cup Super Four: সুপার ফোরের সূচী, এশিয়া কাপ

সূত্রঃ এনডিটিভি।