Pakistan: মিনিবাস খাদে পড়ে শিশুসহ নিহত ২০, পাকিস্তানের সিন্ধু প্রদেশে

Published By: Khabar India Online | Published On:

একটি মিনিবাস গভীর জলাশয় খাদে পড়ে ১১ শিশুসহ অন্তত ২০ জন নিহত হয়েছে পাকিস্তানের সিন্ধু প্রদেশে।শুক্রবার পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। স্থানীয় পুলিশ কর্মকর্তা খাদিম হুসেইনের কথা অনুযায়ী, বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার রাতে সিন্ধু প্রদেশের সেহওয়ান শরিফ শহরের কাছে, একটি ২৫ ফুট গভীর খাদে পড়ে মিনিবাসটি।

আরও পড়ুন -  T20 World Cup: আফ্রিকার সাথে জয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখলো, পাকিস্তান

হুসেইন বলেন, বাসটির চালক রাস্তায় ডাইভারশনের চিহ্ন দেখতে পাননি এবং নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তিনি বলেন, নিহত শিশুদের বয়স দুই থেকে আট বছরের মধ্যে, সম্ভবত তারা মারাত্মকভাবে আহত হওয়ার সময় তাদের বাবা-মায়ের কোলে বসে ছিল।

আরও পড়ুন -  সাই, টিটিএফআই-কে জাতীয় টেবিল টেনিস প্রশিক্ষণ শিবির শোনেপত আয়োজন করার অনুমতি দিয়েছে

সূত্রঃ এনডিটিভি।