Neelam Giri: ভোজপুরি অভিনেত্রী লাস্যময়ী অবতারে, টকটকে লাল শাড়ি, চোখে চশমা, ভক্তদের পারদ চড়েছে

Published By: Khabar India Online | Published On:

বর্তমান প্রজন্মের কাছে ভোজপুরি ইন্ডাস্ট্রির তারকারা এখন বেশ ভালই পরিচিত। সোশ্যাল মিডিয়ার হাত ধরেই যে তা সম্ভব হয়েছে।

 সোশ্যাল মিডিয়ার সূত্র ধরেই ভোজপুরি ইন্ডাস্ট্রির একাধিক তারকারা, বিশেষ করে অভিনেত্রীরা চর্চিত হন। উল্লেখ্য, ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মুখ নীলাম গিরি। সম্প্রতি নিজের শেয়ার করা একটি রিল ভিডিওর সূত্র ধরেই চর্চায়।

আরও পড়ুন -  Bhojpuri Song: এই অভিনেতার সাথে রোমান্সে মত্ত আম্রপালি, নীরাহুয়াকে বাদ দিয়ে, দর্শকরা কি জানালেন?

 অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই সক্রিয় অভিনেত্রী। প্রায় নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে নেন নিজের অনুরাগীমহলের।

তিনি এবার মাঠের মাঝে থেকেই নিজের একটি নাচের ভিডিও শেয়ার করে নিলেন অভিনেত্রী, শেয়ার হওয়া মাত্রই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে। এই মুহূর্তে সেই ভাইরাল হওয়া ভিডিওর সূত্র ধরেই নেটমহলের চর্চার আলোয় নীলাম গিরি।

আরও পড়ুন -  Monalisa Hot Dance: অভিনেত্রী মোনালিসা সাদা শাড়িতে নাচ, ‘আঙ্গ লাগা দে’, ভিডিওর ঝলক দেখুন

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে অভিনেত্রীকে লাল শাড়িতে একটি ধামাকেদার হিট ভোজপুরি গানের সাথেই খোলা আকাশের নীচে মাঠের মাঝেই নাচতে দেখা গিয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Neelam Giri 🤍 (@neelamgiri_)

হালকা মেকাপে, চোখে চশমা দিয়েই বোল্ড লুকে ভিডিওটি বানিয়েছিলেন। সেটিই রিল ভিডিও আকারে সম্প্রতি নিজের ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করে নিয়েছেন। অঙ্কুশ রাজা ও শিল্পী রাজের গাওয়া হিট’রেড শাড়িয়া’র তালেই রিল ভিডিওটি বানাতে দেখা গিয়েছে তাকে। ভিডিওতে তার বোল্ডনেস দেখে মাথা ঘুরেছে তার অধিকাংশ ভক্তদের। সেই ভিডিও ভাইরাল হতেই উষ্ণতা ছড়িয়েছে গোটা সোশ্যাল মিডিয়ার পাতায়।

আরও পড়ুন -  Yohani: ইয়োহানির বলিউডে পা