34 C
Kolkata
Sunday, May 19, 2024

TRP Bengali Serial: তালিকার শীর্ষে ‘ধুলোকণা’, টেক্কা দিয়ে এগিয়ে ‘জগদ্ধাত্রী’ও

Must Read

 টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত বাংলা মেগা সিরিয়ালগুলি বাড়ির মা ঠাকুমাদের প্রতিদিনের সঙ্গী। তাদের পছন্দই ঠিক করে দেয় কোন ধারাবাহিক টিআরপির দৌড়ে কত নম্বরে থাকবে! গত একবছর ধরে ‘মিঠাই’ টিআরপির দৌড়ে এক নম্বর ছিল। কোনো ধারাবাহিক তার সেই স্থান কেড়ে নিতে পারছিল না। সেই অসম্ভবকে সম্ভব করেছিল স্টার জলসার ‘গাঁটছড়া’। অনেক ওঠা পড়ার মধ্যে দিয়ে গেলেও আবারো ফেল পর্দার উচ্ছেবাবু ও তুফান মেলের রসায়ন।

চলতি সপ্তাহের টিআরপি তালিকায় দশমে ‘মিঠাই’। সকলকে টেক্কা দিয়ে এই সপ্তাহে টিআরপি তালিকার শীর্ষে স্টার জলসার ‘ধুলোকণা’।

আরও পড়ুন -  Tiyasa Roy : ঘরণী হতে চাননা পর্দার শ্যামা ! রইলো ভিডিও

দর্শকরা প্রতি সপ্তাহে টিআরপি তালিকার জন্য অপেক্ষা করে থাকেন। তাদের পছন্দের কোন ধারাবাহিক কত নম্বরে স্থান পেল! তা জানার জন্য মুখিয়ে থাকেন তারা। এই সপ্তাহে সমস্ত ধারাবাহিকের স্থান রীতিমতো ওলট-পালট হয়ে গিয়েছে, যা দেখে অবাক দর্শকরাও। উল্লেখ্য, চলতি সপ্তাহে স্টার জলসার ‘ধুলোকণা’ ছাড়াও জি বাংলার নতুন ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ ও স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ সকলকে টেক্কা দিয়ে প্রথম তিনে রয়েছে।

আরও পড়ুন -  অত্যন্ত সাহসী দৃশ্য দেখিয়েছেন টিভি অভিনেত্রী আঙ্গুরী ভাবি, লজ্জার সীমা অতিক্রম, ওয়েব সিরিজ

 এই সপ্তাহের টিআরপি তালিকা 

১) ধুলোকণা (স্টার জলসা) – ৭.৮
২) জগদ্ধাত্রী (জি বাংলা) – ৭.৭
৩) অনুরাগের ছোঁয়া (স্টার জলসা) – ৭.৬
৪) আলতা ফড়িং (স্টার জলসা) – ৭.১
৫) গৌরী এলো (জি বাংলা) -৬.৯
৬) গাঁটছড়া (স্টার জলসা) – ৬.৭
৭) সাহেবের চিঠি (স্টার জলসা) -৬.৬
৮) মাধবীলতা (স্টার জলসা) – ৬.৪, এক্কা দোক্কা (স্টার জলসা) – ৬.৪
৯) নবাব নন্দিনী (স্টার জলসা) -৬.৩
১০) মিঠাই (জি বাংলা) – ৬.২

আরও পড়ুন -  Neha Amandeep: চোখে জল আসবে, অভিনেত্রী নেহার কাহিনী, ঘরবন্দি থাকতেন মানসিক অবসাদে

চলতি সপ্তাহের তালিকা দেখে এটুকু স্পষ্ট স্টার জলসার ধারাবাহিকগুলি নিঃসন্দেহে এগিয়ে রয়েছে সকলের থেকে। জি বাংলার ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ এই সপ্তাহে প্রথম দশে জায়গা করে উঠতে পারেনি। পাশাপাশি স্টার জলসার ‘নবাব নন্দিনী’ ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে প্রথম দশে।এই সপ্তাহে টিআরপি তালিকায় খুবই খারাপ ফল ‘মিঠাই’ ও ‘গাঁটছাড়া’র, কিছুটা হলেও হতাশ হয়েছেন দর্শকমহলের একাংশ।

Latest News

পর পুরুষের সাথে সম্পর্ক রং দেওয়ার নাম করে, নির্জনে দেখুন এই শর্ট ফিল্মটি

পর পুরুষের সাথে সম্পর্ক রং দেওয়ার নাম করে, নির্জনে দেখুন এই শর্ট ফিল্মটি।  Short Film টি ১৮+উদ্ধের জন্য। শর্ট ফিল্ম,...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img