Qatar World Cup: চূড়ান্ত দল ঘোষণা করলো ক্রোয়েশিয়া, বিশ্বকাপে ২৬ সদস্যের

Published By: Khabar India Online | Published On:

কাতার বিশ্বকাপের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে দিয়েছে ক্রোয়েশিয়া। আগে ৩৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিলেন ক্রোয়েশিয়ার ক্রোট কোচ জলাতকো ডালিচ। সেই তালিকা থেকে আট জনকে বাদ দিয়ে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করলেন।

আরও পড়ুন -  Brazil-Switzerland: বিশ্বকাপে জয় নেই ব্রাজিলের, সুইজারল্যান্ডের বিপক্ষে

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ফুটবল বিশ্বকাপ শুরু হবে আগামী ২০ নভেম্বর। উদ্বোধনী ম্যাচ মাতাবে কাতার ও ইকুয়েডর। নিজেদের প্রথম ম্যাচে ২৩ নভেম্বর মরক্কোর বিপক্ষে মাঠে নামবে গতবারের রানার্সআপরা।

ক্রোয়েশিয়ার ২৬ সদস্যের দল

আরও পড়ুন -  একদিনে ৩০,০০০ রোগী আরোগ্য লাভ করেছেন, এ পর্যন্ত যার পরিমাণ সর্বোচ্চ

গোলরক্ষক: ডমিনিক লিভাকোভিচ, আইভিকা ইভুসিভ এবং ইভু গ্রাবিচ।

ডিফেন্ডার: ডমাগোজ ভিদা, ডেজান লভরন, বরনা বারিসিচ, জোসিপ জুরানোভিচ, জস্কো গভারদিওল, বরনা সোসা, জোসিপ স্ট্যানিসিচ, মারটিন এরলিচ এবং জোসিপ সুতালো।

মিডফিল্ডার: লুকা মদ্রিচ, মাতেও কোভাসিচ, মার্সেলো ব্রোজোভিচ, মারিও পাসালিচ, নিকোলা ভ্লাসিচ, লভরো মায়ের, ক্রিস্টিয়ান জ্যাকিক্স, লুকা সুচিচ এবং জোসিপ মিসিচ।

আরও পড়ুন -  কাজী যা বলেছেন, রাজ ও পরীর ডিভোর্স নিয়ে

ফরোয়ার্ড: ইভান পেরিসিচ, আন্দ্রেহ ক্রামারিচ, ব্রুনো পেটকোভিচ, মিস্লাভ ওরসিচ,মার্কো লিভাহা, ও আন্তে বুদিমির।  ছবিঃ সংগৃহীত।