৭ উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তান। টুর্নামেন্টের প্রথম সেমি-ফাইনালে টস জিতে বাবর আজমদের ফিল্ডিংয়ে পাঠায় কিউইরা। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। অধিনায়কের আস্থার প্রতিদান দিতে পারেননি ওপেনার ফিন এ্যালেন। ফিরেছেন ৪ রান করে, ইনিংসের প্রথম ওভারে পেসার শাহীন আফ্রিদির বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন এই ওপেনার।
ইনিংস এর দায়িত্ব নেন কেইন উইলিয়ামসন ও ডেভন কনওয়ে। জুটি থেকে আসে ৩৪ রান। পাওয়ার-প্লের শেষ বলে ব্যক্তিগত ২১ রান করে রান আউটে পড়ে বিদায় নেন কনওয়ে, দলের রান তখন ৩৮। অন্য প্রান্তে লড়াই চালিয়ে যাওয়া উইলিয়ামসন ফেরেন ৪২ বলে ৪৬ রান করে। ঝোড়ো ব্যাটিং করে দলের জন্য চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করান ড্যারেল মিচেল। অপরাজিত থেকে ৩৫ বলে খেলেন ৫৩ রানের দুর্দান্ত ইনিংস।
কিউইদের ১৫৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা করেন বাবর-রিজওয়ান জুটি। ব্যাট হাতে দুই ওপেনারই পেয়েছেন ফিফটির দেখা। দুইজনের ব্যাটিং নৈপুণ্যে পাওয়ার প্লের ৬ ওভারে বিনা উইকেটেই ৫৫ রান তুলে ফেলে পাকিস্তান। ছবিঃ সংগৃহীত।