ভাগ্যশ্রীর সঙ্গে ফ্লার্ট করতেন সালমান, ‘ম্যায়নে পেয়ার কিয়া’র সেটে

Published By: Khabar India Online | Published On:

সালমান খান ও ভাগ্যশ্রী অভিনীত ছবি ম্যায়নে পেয়ার কিয়া ১৯৮৯ সালে মুক্তি পেয়েছিল। ছবিটি ছিল ওই  বছরের সবথেকে বড়ো হিট ছবি। এই ছবি দিয়েই নিজের অভিনয়ের যাত্রা শুরু করেছিলেন সালমান খান।  একটি প্রেমের গল্প ছিল। সালমান খান এবং ভাগ্যশ্রীর জুটি বেশ পছন্দ করেছিলেন দর্শক। এই ছবিটি কমার্শিয়াল হিট হয়েছিল। ভাগ্যশ্রী তার প্রথম ছবি থেকেই বিখ্যাত হয়েছিলেন সিনেমা জগতে।

এই ছবির পরেই অভিনেত্রী ভাগ্যশ্রী বিয়ে করে সংসার করার সিদ্ধান্ত নেন এবং চলচ্চিত্রকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেন। সম্প্রতি ভাগ্যশ্রী আবার ফিরে এসেছেন, নতুন করে সিনেমা জগতে নিজের ছাপ সৃষ্টির প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন।

আরও পড়ুন -  LinkedIn: লিংকডইনের ব্যবহার বন্ধ হচ্ছে চীনে

কিছুদিন আগেই পুরনো দিনের কথা মনে করে একটি সাংবাদিক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে, এই ছবির শুটিং চলাকালীন সালমান তার সাথে প্রচুর ফ্লার্ট করতেন। অভিনেত্রী বলেছিলেন যে, তিনি ভাগ্যশ্রীর কাছে এসে তার কানে কানে একটি গানও গাইতেন। গানটি ছিল, ‘দিল দিওয়ানা, বিন সাজনা কে মানে না’। সেখান থেকেই, অভিনেত্রীর মনে হয়েছিল যে, সালমান তার সাথে ফ্লার্ট করা শুরু করেছেন। একদিন এমনই একটি পরিস্থিতি সৃষ্টি হয়, যখন সালমান তাকে নিয়ে একা কোথাও একটা সরে যান, সেখানে গিয়েও তার কানে কানে এই একটি গানই তিনি করেছিলেন। বিষয়টি অভিনেত্রীর কাছে ছিল একেবারেই অবাক করা বিষয়।

আরও পড়ুন -  অপরিচিত ব্যক্তির সাথে সময় কাটাচ্ছেন শেহনাজ, সালমান খানকে ছেড়ে, ভাইরাল ছবি

 অভিনেত্রীর খুব একটা ভালো লাগেনি। তাই তিনি সরাসরি সালমানের সঙ্গে এই বিষয়টি নিয়ে কথা বলেছিলেন। অভিনেত্রী আরও বলেন, তিনি সালমানকে বলেছিলেন, মানুষ কী ভাববে?

নিজের ভাবমূর্তি নষ্ট হবে বলে আশঙ্কা করতে শুরু করেন অভিনেত্রী। সালমান বলেন, আমি জানি। তখন অভিনেত্রী জিজ্ঞেস করেন, আপনি কী জানেন? এই প্রশ্নের উত্তরে সালমান বলেছিলেন যে, তিনি আসলে তাঁর এবং তাঁর প্রেমিক হিমালয়ের মধ্যে সম্পর্কের কথা জানেন। সালমান এবং হিমালয়ের একজন কমন ফ্রেন্ড ছিল, যার মাধ্যমে সালমান অভিনেত্রীর সম্পর্কের কথা জানতে পারেন। সালমান অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক পাতাতে নয় বরং শুধুমাত্র তাকে ঠাট্টা করার জন্য এইটা করতেন।

আরও পড়ুন -  Big Boss 15: রাখির সঙ্গে দুর্ব্যবহার, রেগে বিষ্ফোরক মন্তব্য সলমনের