37 C
Kolkata
Friday, May 3, 2024

Facebook Meta: কর্মী ছাঁটাইয়ের পথে ফেসবুক, টুইটারের পরে মেটা!

Must Read

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে জানা গেছে, ফেসবুকের মালিক সংস্থা মেটা-র একটি বড় পরিকল্পনা রয়েছে। তাড়াতাড়ি সংস্থার বহু কর্মীকে ছাঁটাই করতে পারে বলে মনে করা হচ্ছে। সূত্র মারফত জানা গেছে যে, বুধবারেই এই ছাঁটাই প্রকিয়া শুরু হতে পারে।

সেপ্টেম্বরের শেষে ফেসবুক এবং ইনস্টাগ্রাম প্যারেন্ট কোম্পানি জানায় যে, তাদের ৮৭,০০০ এরও বেশি কর্মচারী রয়েছে। এই ‘বড় আকারের’ ছাঁটাই কর্মীদের একটি উল্লেখযোগ্য অংশ কমিয়ে দেবে বলে মনে করা হচ্ছে।

 ছাঁটাই ট্যুইটারে ব্যাপক ছাঁটাইয়ের তুলনায় মেটাকে আরও বেশি প্রভাবিত করতে পারে। ট্যুইটারের ছাঁটাই কোম্পানির ৭,৫০০ কর্মচারীর মধ্যে প্রায় অর্ধেককে প্রভাবিত করেছিল।

আরও পড়ুন -  একই ফ্রেমে যীশু - আলিয়া, Jisshu-Alia, ছবি শেয়ার করলেন অভিনেতা

জুনে, মেটার প্রধান পণ্য কর্মকর্তা ক্রিস কক্স কর্মীদের ‘গুরুতর সময়ের’ বিষয়ে সতর্ক করেছিলেন। সেই সময়ে তিনি জানান যে, কর্মীদেরকে অবশ্যই ‘ধীরগতির বৃদ্ধির পরিবেশে নির্ভুলভাবে কর্মসম্পাদনা করতে হবে।’

মেটার সিইও মার্ক জুকারবার্গ একই সময়ে কর্মীদের উপর চাপ বৃদ্ধি করতে শুরু করেছিলেন। তিনি জানিয়েছিলেন যে ‘সম্ভবত কোম্পানিতে এমন এক গুচ্ছ লোক রয়েছেন যাদের এখানে থাকা উচিত নয়।’  জুকারবার্গ পরবর্তীতে সেপ্টেম্বরে নিয়োগ স্থগিত করে, সতর্ক করে দেন যে অদূর ভবিষ্যতে কোম্পানির আকার কমতে পারে।

আরও পড়ুন -  IPL-2023: আইপিএল নতুন তিন নিয়মে

মেটা এই পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করতে অস্বীকার করলেও গত মাসে কোম্পানির উপার্জন সময় জুকারবার্গের বিবৃতির দিকে সকলে নজর দিতে বলে। জুকারবার্গ বলেন, ‘২০২৩ সালে, আমরা আমাদের বিনিয়োগগুলিকে অল্প সংখ্যক উচ্চ অগ্রাধিকার বৃদ্ধির ক্ষেত্রে ফোকাস করতে যাচ্ছি।’

তিনি বলেন, ‘সুতরাং এর অর্থ হল কিছু দল অর্থপূর্ণভাবে বৃদ্ধি পাবে, বেশিরভাগ অন্যান্য দলে পরের বছর কোনও পরিবর্তন হবে না অথবা সেগুলি সঙ্কুচিত হবে। আমরা ২০২৩ সালের শেষ মোটামুটি একই আকারের, অথবা বর্তমানের তুলনায় কিছুটা ছোট আকারের সংস্থা হিসাবে শেষ করব বলে মনে করছি।’

আরও পড়ুন -  Aishwarya Rai Bachchan: ঐশ্বর্য, ফ্রেঞ্চ সাংবাদিককে ধুয়ে দিয়েছিলেন, নগ্নতা নিয়ে প্রশ্ন করাতে

 জুকারবার্গ বলেন যে, ফেসবুকের আগের তুলনায় বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছে। অন্যদিকে বিনিয়োগকারীরা এখনও দামি মেটাভার্সে কোম্পানির বাজি ধরার বিষয় নিয়ে উদ্বিগ্ন।

মেটার ভার্চুয়াল রিয়েলিটি ক্ষেত্র গত ত্রৈমাসিকে ৩.৭ বিলিয়ন ডলার এবং এই বছরে মোট ৯.৪ বিলিয়ন ডলার হারিয়েছে।  সূত্র ও ছবিঃ  জি নিউজ।

Latest News

Bhojpuri: প্রায় ২৩ লাখের বেশি মানুষ দেখলেন, অঞ্জনা সিংয়ের সাথে এই রকম করে রোমান্সে মাতলেন নিরহুয়া

Bhojpuri: প্রায় ২৩ লাখের বেশি মানুষ দেখলেন, অঞ্জনা সিংয়ের সাথে এই রকম করে রোমান্সে মাতলেন নিরহুয়া।  ভোজপুরী ভিডিও সং। ভোজপুরী ভিডিও...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img