Omar Farooq Vishal: সাংবাদিক ও গীতিকার ওমর ফারুক বিশাল, সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন!

Published By: Khabar India Online | Published On:

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলাদেশের জনপ্রিয় গীতিকার ও বিনোদন সাংবাদিক ওমর ফারুক বিশাল।

বিষয়টি নিশ্চিত করেছেন গীতিকবি ও সাংবাদিক ওমর ফারুক বিশালের ভাই মামুন।

জানা গেছে, সোমবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নিজের শহর নরসিংদী থেকে মোটরসাইকেল করে  ঢাকায় ফেরার পথে তার বাইকটিকে কাভার্ড ভ্যান চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন -  IPL 2023: দিল্লির অধিনায়ক কে? পন্থের অনুপস্থিতিতে, বোর্ড ডিরেক্টর সৌরভ গাঙ্গুলী জানিয়ে দিলেন

ওমর ফারুক বিশাল নিউজপোর্টাল জি-নিউজে কর্মরত ছিলেন। আগে, দৈনিক যায়যায়দিন ও অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজেও সাংবাদিকতা করেছেন।

ওমর ফারুক বিশাল কবি ও গীতিকার হিসেবে বেশ সুনাম অর্জন করেছিলেন। তার লেখা গানে কণ্ঠ দিয়েছেন দুই বাংলার জনপ্রিয় সব শিল্পীরা। বিশালের লেখা সম্প্রতি প্রকাশিত ‘আমারে দিয়া দিলাম তোমারে’ গানটি তুমুল জনপ্রিয়তা লাভ করেছে। গানটিতে কণ্ঠদিয়েছেন শিল্পী সাব্বির নাসির। সব মহলে শোকের ছায়া।

আরও পড়ুন -  টাটা ক্রোমার দুর্দান্ত অফার! অর্ধেক দামে এসি, হাতছাড়া করবেন না