Railway Stations: এয়ারপোর্টকেও হার মানাবে, রেলস্টেশন

Published By: Khabar India Online | Published On:

কিছু কিছু রেল স্টেশন এমনও রয়েছে যেগুলো তথাকথিত স্টেশনের সংজ্ঞাকেই চ্যালেঞ্জ করতে পারে। শুধু স্থাপত্য বা ঐতিহ্যের দিক দিয়েই নয়, পরিষ্কার-পরিচ্ছন্নতার দিক দিয়েও প্রথম সারিতে নাম লিখিয়েছে।

সম্প্রতি রেল মন্ত্রণালয় সবথেকে পরিষ্কার রেল স্টেশনের তালিকা ট্যুইটারে প্রকাশ করেছে।

গুয়াহাটি

রাজস্থানের বিকানিকে সবথেকে পরিষ্কার রেল স্টেশন হিসাবে গন্য করা হয়।

আরও পড়ুন -  Russia: হামলার মূল উদ্দেশ্য রাশিয়ানদের ‘ভয় দেখানোই’: প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

মধ্য প্রদেশের ভোপালে এই স্টেশন অবস্থিত। রানি কমলাপতি স্টেশনে হাইজিন বজায় রাখার জন্য উন্নত মানের স্যানিটাইজেসনের ব্য়বস্থা রয়েছে।

বিহার মানেই নোংরা। বিহার মানেই গুটকা আর খৈনিছাপ। এই ধারণাকে কড়া চ্যালেঞ্জ ছুড়বে বদলে যাওয়া পাটনা স্টেশনের ছবি। বিহারের পাটনা জংশন অন্যতম পরিষ্কার স্টেশন।

পাটনা জংশন

ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, মুম্বাইয়ের একটি জনপ্রিয় রেল স্টেশন। মহারাষ্ট্রের এই স্টেশনটি শুধু সৌন্দর্যের দিক দিয়েই নয়, ঐতিহ্যের দিক দিয়েও গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন -  England Final: ইংল্যান্ড ফাইনালে, বাটলার-হেলস-এর ঝড়ে
জয়সলমির

বাঙালির সঙ্গে জয়সলমির স্টেশনের সম্পর্ক যদিও আজকের নয়। জাতিস্মর মুকুলের হাত ধরে গোটা বাঙালি জাতির সঙ্গে এই শহরের পরিচয় করিয়েছিলেন মানিক। তারপর থেকেই জয়সলমির পর্যটনকেন্দ্র হিসাবে বেশ জনপ্রিয়। এই কারণেই রাজস্থানের এই রেল স্টেশন অবস্থানগত দিক দিয়েও খুব গুরুত্বপূর্ণ। তাই যত্ন সহকারে এই স্টেশনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়।

আরও পড়ুন -  Jersey Auction: জার্সি নিলামে তুললেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায়
গুয়াহাটি

অসমের গুয়াহাটি স্টেশনকে বাইরে থেকে দেখলে মনে হবে পাহাড়ের সুন্দর হোম স্টেগুলিতে ঘুরতে এসেছেন। সুতরাং কতটা পরিষ্কার ও গোছানো আপনারা নিজেরাই ভেবে নিন। ছবিঃ জি নিউজ।