34 C
Kolkata
Friday, May 17, 2024

Mohammad Nabi: মোহাম্মদ নবী অধিনায়কত্ব ছাড়লেন, কেন?

Must Read

আফগানিস্তান ক্রিকেট দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন মোহাম্মদ নবী।

 অলরাউন্ডারের নেতৃত্বেই চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেয় আফগানরা। অধিনায়কত্ব ছাড়ার পেছনে সাম্প্রতিক সময়ে নিজের খারাপ ফর্মকেই কারণ দেখিয়েছেন নবী।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে দেয়া চিঠিতে তিনি লিখেন, আমি দুই বছরের বেশি সময় যাবৎ অধিনায়কের দায়িত্বে ছিলাম। নিজের সেরাটাই দেয়ার চেষ্টা করেছি। বিশ্বকাপের মতো বড় আসরে জাতীয় দলকে নেতৃত্ব দিতে পেরে আমি গর্বিত। বর্তমানে খারাপ সময় পার করছি। তাই, ক্রিকেট বোর্ডকে আমার পদত্যাগপত্র গ্রহণের আকুতি জানিয়েছি, আমাকে টিমের খেলোয়াড় হিসেবে র‍াখার অনুরোধ করেছি।

আরও পড়ুন -  Babar Azam: বাবর আজম স্বপ্ন দেখা শুরু করলেন, ‘ভারতে গিয়ে বিশ্বকাপ জিততে চাই!’

২০১৩ সালের মার্চে অধিনায়ক হিসেবে নওরোজ মঙ্গলের স্থলাভিষিক্ত হয়েছিলেন নবী। তার অধীনে ২৮টি ওয়ানডের মধ্যে ১৩টিতে জয় পায় আফগানরা। দ্বিতীয় সর্বোচ্চ ২২ ম্যাচে অধিনায়কত্ব করে ১২টিকে জয় পায় নওরোজ।

আরও পড়ুন -  ​পুকুর থেকে অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধার, খুন না আত্মহত্যা ? তদন্ত শুরু হয়েছে

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে গ্রুপ পর্বের ছয় ম্যাচের মধ্যে স্কটল্যান্ডকে হারিয়ে একটিতে জয় পায় আফগানিস্তান। আফগান অধিনায়ক নবী ছয় ম্যাচ মিলে ৯০ রান করেন।

উল্লেখ্য, আফগানিস্তানের হয়ে ৫১টি ওয়ানডে ম্যাচে ২৮.৯৭ গড়ে ১,১৫৯ রান সংগ্রহ করেছেন নবী। ফাইল ছবি।

আরও পড়ুন -  Lata Mangeshkar: স্তব্ধ কোকিলকণ্ঠ, প্রয়াত লতা মঙ্গেশকর

Latest News

Muskan Baby Dance: টাইট পোশাকে দুরন্ত নাচ দেখালেন মুসকান বেবি, ফিদা দর্শকরা

Muskan Baby Dance: টাইট পোশাকে দুরন্ত নাচ দেখালেন মুসকান বেবি, ফিদা দর্শকরা। সোশ্যাল মিডিয়া বর্তমান সময়ে হচ্ছে জাদুকাঠি। যার সহযোগিতায়...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img