T20 World Cup 2022: এই দুটি দল টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলবে, রিকি পন্টিং ভবিষ্যৎবাণী করলেন

Published By: Khabar India Online | Published On:

শেষ মুহূর্তে কারা পৌঁছাবে বিশ্বকাপের সেমিফাইনালে তা নিয়ে চলছে পয়েন্টের হিসাব। নিখুঁত সমীকরণে বিশ্বকাপের সেমিফাইনালিস্ট দল পর্যবেক্ষণ করলে ইতিমধ্যে চারটি বিকল্প উঠে আসছে।

গতকাল দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানোর প্রবল দাবিদার হয়ে উঠেছে পাকিস্তান।

আরও পড়ুন -  T20 World Cup: সব আম্পায়ার ‘নারী’, টি-টোয়েন্টি বিশ্বকাপের

শক্তিশালী ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে চলছে সেমিফাইনালে পৌঁছানোর প্রচেষ্টা।

দিন কয়েকের অপেক্ষা, অস্ট্রেলিয়ার মেলবোর্নে মাঠে নামবে দুই ফাইনালিস্ট। চলতি বিশ্বকাপে কোন দুটি দল ফাইনালে মুখোমুখি হবে তা নিয়ে চলছে নানারকম বাকবিতণ্ডা। সবকিছুর মধ্যে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিং জানিয়েছেন, কারা খেলবে চলতি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। এদিন তিনি বলেন, ’আমি আগেও যা বলেছি এখনো তাই বলছি, চলতি বিশ্বকাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে মাঠে নামবে অস্ট্রেলিয়া।’

আরও পড়ুন -  Natyamela: কার্নিভালের মেজাজে নবম চর্যাপদ নাট্যমেলা

 চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসির সবচেয়ে মাথাব্যথার কারণ হয়ে উঠেছে অস্ট্রেলিয়ার প্রতিকূল আবহাওয়া। বাদ দিতে হয়েছে একাধিক ম্যাচ। তাই সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ নিয়ে চিন্তায় বিভোর হয়ে রয়েছেন আইসিসির কর্মকর্তারা।

আরও পড়ুন -  Virat vs Babar: কে সেরা ব্যাটসম্যান? বিরাট-বাবরের মধ্যে, পরিসংখ্যান দেখুন

বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যাক্ত হলে সেই ম্যাচ কোন রিজার্ভ দিনে আয়োজন করা হবে বলে জানিয়েছেন তারা। ছবিঃ সংগৃহীত।