AD-1 Missile: এডি-১ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ ভারতের

Published By: Khabar India Online | Published On:

এডি-১ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করল ভারত। শত্রুপক্ষের মিসাইল হানা ঠেকাতেই এই প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

বুধবার ওড়িশার উপকূলে এই মিসাইল উৎক্ষেপণ করা হয়েছে।

বুধবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতে বলা হয়েছে, ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ( ডিআরডিও) সফলভাবে এডি-১ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। ব্যালিস্টিক মিসাইল আটকাতে কার্যকরী ভূমিকা নেবে ক্ষেপণাস্ত্র। ওড়িশা উপকূলের এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে এই মিসাইল উৎক্ষেপণ করা হয়েছে।

আরও পড়ুন -  Ind vs Aus World Cup 2023: ফাইনাল ম্যাচের জন্য বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত ভারতীয় রেলের

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এই নতুন ধরনের এডি-১ এর মাধ্যমে সমস্ত রকম মিসাইল হামলা আটকানো যাবে।

শত্রুপক্ষের সমস্ত বিমান হামলা ঠেকাতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। বায়ুমণ্ডলের ভিতরে বা বাইরে-যেকোনোও জায়গাতেই শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র চিহ্নিত করে ধ্বংস করতে পারে এডি-১।

আরও পড়ুন -  Horoscope: এই রাশির জাতকদের চাকরির যোগ আছে, আজকে দেখুন রাশিফল

মন্ত্রণালয়ের জানিয়েছে, নতুন এডি-১ ক্ষেপণাস্ত্রের বেশ কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ সম্পূর্ণভাবে ভারতের মাটিতে তৈরি হয়েছে। শত্রুপক্ষের মিসাইল ধ্বংস করা বা সঠিকভাবে শত্রুপক্ষের আক্রমণকে চিহ্নিত করার র‌্যাডার।

আরও পড়ুন -  আধুনিক বিজ্ঞানের যুগে ব্রেস্ট পাম্প

 আগেই অগ্নি সিরিজের নতুন ক্ষেপণাস্ত্রের ‘অগ্নি প্রাইম’-এর পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছিল ভারত। পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি ১ থেকে ২ হাজার কিলোমিটার পর্যন্ত নিখুঁতভাবে লক্ষে আঘাত হানতে সক্ষম।

সূত্রঃ এনডিটিভি।