বৃষ্টি আইনে দক্ষিণ আফ্রিকাকে ৩৩ রানে হারিয়ে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখলো বাবর বাহিনী।
সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উউকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করে।
আগে পাকিস্তান তিন ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র একটিতে, হেরেছে ২টি ম্যাচ। সমান ম্যাচ খেলে দক্ষিণ আফ্রিকা জয় পেয়েছে দুইটিতে, বৃষ্টিতে পয়েন্ট ভাগাভাগি করেছে একটি ম্যাচে।
বৃহস্পতিবার ম্যাচে সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান।
ওপেনার রিজওয়ানের উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। ওয়ানডাউনে নেমে ১১ বলে ২৮ রানের ক্যামিও ইনিংস খেলে আউট হন মোহাম্মদ হারিস। ১৫ বলে মাত্র ৬ রান করে আউট হন অধিনায়ক বাবর আজম। হাল ধরেন ইফতেখার আহমেদ ও মোহাম্মদ নওয়াজ। ২২ বলে ২৮ রান করে আউট হন নওয়াজ। এরপর ২২ বলে ৫২ রানের আরও এটি ক্যামিও ইনিংস খেলে আউট হন শাদাব খান। দলের হয়ে সর্বোচ্চ রান করেন তিনি।
পাকিস্তানের ১৮৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬৬ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। হানা দেয় বৃষ্টি। ৪০ মিনিট খেলা বন্ধ থাকার পর আবারও শুরু হয় ম্যাচ। বৃষ্টি আইনে আফ্রিকার নতুন লক্ষ্য দাঁড়ায় ৩০ বলে ৭৩ রান।
বৃষ্টির পর নেমে হেনরিক্স ক্লাসেন ও ট্রিস্টান স্টাবস যেভাবে শুরু করেছিলেন, তাতে মনে হচ্ছিলো দক্ষিণ আফ্রিকা বুঝি জিততে চলেছে।
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডিএল মেথডে দক্ষিণ আফ্রিকাকে ৩৩ রানে হারিয়ে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা টিকিয়ে রাখল পাকিস্তান। ছবিঃ সংগৃহীত।