খবরইন্ডিয়াঅনলাইন, কলকাতাঃ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সরকারি দপ্তর, পর্ষদ ও স্বায়ত্বশাসিত সংস্থাগুলির মধ্যে যে সংস্থা সরকারি ভাষায় কাজকর্মে সবথেকে বেশি উদ্যোগ নেয় তাদের সেই উদ্যোগকে স্বীকৃতি দিতে রাজভাষা কীর্তি পুরস্কার দিয়ে থাকে।
২০১৮-২০ সালের মধ্যে সরকারি ভাষার নীতিমালার সবথেকে ভালো প্রয়োগের জন্য সামুদ্রিক পণ্য রপ্তানী উন্নয়ন কর্তৃপক্ষ (এমপিইডিএ) এই পুরস্কার পেয়েছে। কেরলের কোচির সামুদ্রিক পণ্য রপ্তানী কর্তৃপক্ষের এই পুরস্কার প্রাপ্তি সংস্থার জন্য অত্যন্ত গর্বের বিষয়।
প্রতিবছর ১৪ই সেপ্টেম্বর হিন্দি দিবস পালন করা হয়। কর্মচারীদের মধ্যে এই ভাষার প্রতি আগ্রহ জন্মানোর জন্য ১৪-২৫ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন হিন্দি প্রতিযোগিতা, হিন্দি কর্মশালা ও আলোচনাচক্র অনুষ্ঠিত হয়। সূত্র – পিআইবি।