Shah Rukh Khan Birthday: শাহরুখ খান মধ্যরাতে চমকে দিলেন, ‘মান্নাত’-এর বাইরে উপচে পড়েছে ভিড়

Published By: Khabar India Online | Published On:

বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন।

ঘড়ির কাঁটা ১২ টা ছুঁতেই ‘মান্নাত’-এর বাইরে উপচে পড়েছে ভিড়। কারো হাতে কেক, কারো হাতে মিষ্টি, কত উপহার কেউ বা বিশাল আকারের পোস্টার নিয়ে এসেছে। ‘কিং’ খান শাহরুখকে দেখার আশায়।

পুলিশ উৎসাহী জনতাকে সামাল দিতে হিমশিম খাচ্ছে। ‘বাদশা’ ঠিক আসবেন, দেখা করবেন। এই বিশ্বাস নিয়েই অধীর অপেক্ষায় রয়েছেন। শাহরুখ এলেন। মান্নাতের গেটের ঠিক সামনে বহু উঁচুতে লোহার তৈরি লম্বা ব্যালকনি। সেখানেই ছোট ছেলে আব্রামকে সঙ্গে করে নিয়ে এসে দাঁড়ালেন। অনুরাগীদের গলায় তখন হ্যাপি বার্থ ডে গান। ভালোবাসায় ভেসে গেল ৫৭তম জন্মদিন।

আরও পড়ুন -  দুর্দান্ত নাচে মুগ্ধ নেটিজেনরা, তাক লাগালেন জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেন

আতশবাজি ফাটল, বেলুন উড়ল। সকলের উদ্দেশ্যে হাত নাড়েন, মাথা নত করে হাত জোড় করেন, আবার কখনও চুমুও ছুড়ে দেন। শুধু শাহরুখ নন, বাবার দেখাদেখি সকলের উদ্দেশ্যে হাড় নাড়ল ছোট্ট আব্রামও।  এটার অপেক্ষাতেই তো এতক্ষণ দাঁড়িয়ে ছিলেন সকলে।

আরও পড়ুন -  Church Fire: অগ্নিকাণ্ডে ৪১ জনের প্রাণহানি, মিশরে গির্জায়

অনুরাগীরা ছবি তুলতে ব্যস্ত। শাহরুখও জনসমুদ্রর দিকে পিঠ করে দূর থেকেই সেলফি তুললেন। সেই সুন্দর মুহূর্তগুলি লেন্সবন্দি করেছে পাপারাজ্জির ক্যামেরা। সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে সেই সব ভিডিও। টুইটারেও ট্রেন্ডিং হয়ে। ছবিঃ সংগৃহীত।

আরও পড়ুন -  PAN 2.0: প্যান 2.0, বদলে যাচ্ছে প্যান কার্ড, আসছে নতুন ফিচারসমূহ