Congo Concert Stampede: পদদলিত হয়ে দুই পুলিশসহ নিহত ১১, কঙ্গোতে কনসার্টে

Published By: Khabar India Online | Published On:

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসায় এক কনসার্টে পদদলিত হয়ে দুই পুলিশসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকেজন।

রবিবার রাজধানীর কিনশাসার স্টেডিয়ামে আফ্রিকান মিউজিক স্টার ফ্যালি ইপুপার একটি কনসার্ট চলাকালীন সময়ে এই দুর্ঘটনা হয়।

আরও পড়ুন -  ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস আজ। পালন করা হলো না মালদায় !

 ৮০ হাজারের বেশি দর্শক স্টেডিয়ামে হাজির হয়েছিলেন। স্টেডিয়ামটির ধারণক্ষমতার চেয়ে দর্শকের উপস্থিতি অনেক বেশি ছিল। উপচে পড়া ভিড়ের কারণে দর্শকরা স্টেডিয়ামের ভিআইপি এবং সংরক্ষিত আসনের দিকে যেতে বাধ্য হয়েছিলেন। আফ্রিকান সংগীত তারকা ফলি ইপুপা গান পরিবেশনের সময় তাকে একনজর দেখতে হুড়োহুড়ি পড়ে যায়।

আরও পড়ুন -  রাধানগর রোড এথেলেটিক ক্লাব তাদের ৬৭ তম মাতৃ আরাধনায় মেতে উঠেছেন

 ভিড় সামলানোর সময় প্রাণ যায় দুই পুলিশ সদস্যের। এই জন্য আয়োজক কমিটিকে দোষারোপ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অভিযোগ মুনাফার লোভে অতিরিক্ত টিকিট বিক্রি করেছে তারা।

সূত্রঃ রয়টার্স, ছবিঃ সংগৃহীত।

আরও পড়ুন -  জম্মু-কাশ্মিরে সড়ক দুর্ঘটনায়, নিহত ১১