Gujrat Morbi Bridge Collapsed: এখনও চলছে মচ্ছু নদীতে তল্লাশি, মৃতের সংখ্যা বেড়ে ১৩২

Published By: Khabar India Online | Published On:

 রবিবার সন্ধ্যায় গুজরাটে মৌরবি নদীর ওপর ভেঙে পড়ে ব্রিটিশ আমলের কেবল ব্রিজ। দুর্ঘটনার সময় ওই সেতুর ওপর প্রায় ৪০০ মানুষ ছিলেন বলে মনে করা হচ্ছে। এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৩২ হয়েছে বলে জানিয়েছেন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সিংভি।

 সারারাতে উদ্ধারকর্মীরা মোট ১৭৭ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে জানা গিয়েছে। এখনও অনেক মানুষ নিখোঁজ থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি উদ্ধারকার্যে সামিল হয়েছে সেনা, বায়ুসেনা ও নৌবাহিনী।

আরও পড়ুন -  Lips: কালচে ভাব দূর করার উপায়, শীতকালে ঠোঁটের যত্নে

গুজরাটের মৌরবি জেলার মচ্ছু নদীর ওপর ব্রিটিশ জামানায় তৈরি হয়েছিল কেবল ব্রিজ। সেতুটি বিগত বেশ কয়েকদিন বন্ধ ছিল রক্ষণাবেক্ষণের কারণে। কিছুদিন আগেই এই সেতুটি আবার পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়। তারপর গতকাল রবিবার সন্ধ্যায় ঘটে অঘটন। অনেক লোকজন থাকা অবস্থাতেই ওই ঝুলন্ত সেতু ভেঙে পড়ে। ওই সময় ওই সেতুতে প্রচুর শিশু এবং মহিলাও ছিল। দুর্ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন এবং আহত শতাধিক।

আরও পড়ুন -  ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস, দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে

এই প্রসঙ্গে গুজরাটের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ব্রিজেশ মের্জা বলেছেন, “গত সপ্তাহে সংস্কার করা হয়েছিল এই সেতুটি। আমরা এই দুর্ঘটনায় হতবাক। খতিয়ে দেখা হবে এবং দুর্ঘটনার দায় স্বীকার করা হচ্ছে সরকারের পক্ষ থেকে।” জানা গিয়েছে দুর্ঘটনার কারণ জানতে পাঁচ সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে গুজরাট সরকার। মৃতদের নিকট আত্মীয়দের ৪ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেবে রাজ্য সরকার। পাশাপাশি দুর্ঘটনার কথা শুনে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। ছবিঃ সংগৃহীত।

আরও পড়ুন -  Hashim Amla retired: অবসরে গেলেন হাশিম আমলা, সব ধরণের ক্রিকেট থেকে