ব্রাজিলের সবচেয়ে আলোচিত প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় রাউন্ডের ভোট গ্রহণ শুরু হয়েছে। বামপন্থী প্রাক্তন প্রেসিডেন্ট লুইজ ইনসিও লুলা দা সিলভা, ডানপন্থী বর্তমান প্রেসিডেন্ট জেইর বলসোনারো প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রবিবার সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরু হয় এবং বিকাল ৫টা পর্যন্ত। সোমবার স্থানীয় সময় দুপুরে দিকে ফলাফল আশা করা হচ্ছে।
লুলা, যিনি ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন, গত ২ অক্টোবর প্রথম রাউন্ডে জিতেছিলেন। লুলা ৫০ শতাংশ ভোট না পাওয়ায় দ্বিতীয় দফা ভোট হলো।
সুপিরিয়র ইলেক্টোরাল ট্রাইব্যুনালের দেয়া তথ্য অনুযায়ী, ৯৯ শতাংশের বেশি কেন্দ্রের ভোট গণনার পর লুলা পেয়েছেন ৪৮ দশমিক ৩ শতাংশ ভোট। বর্তমান ডানপন্থী প্রেসিডেন্ট জেইর বলসোনারো পেয়েছেন ৪৩ দশমিক ৩ শতাংশ।
প্রথম দফায় প্রেসিডেন্ট নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে ছিলেন প্রাক্তন জনপ্রিয় প্রেসিডেন্ট লুলা। প্রথম দফার ভোটেই তার জয়ের সম্ভাবনা তৈরি হয়েছিল। বর্তমানেও তাকেই এগিয়ে রাখছে শীর্ষস্থানীয় সমীক্ষা প্রতিষ্ঠান ডাটাফোলাসহ আরও আনেকে।
বর্তমান প্রেসিডেন্ট জেইর বলসোনারো বারবার নির্বাচনী ব্যবস্থার উপর সন্দেহ প্রকাশ করেছেন ও ইঙ্গিত দিয়েছেন যে তিনি হারলে ফলাফল মেনে নেবেন না।
সূত্রঃ আল জাজিরা, এএফপি। ছবিঃ সংগৃহীত।