Chhat Puja: ছট ব্রতীদের পুজোর উপকরণ ও সামগ্রী তুলে দেওয়া হচ্ছে

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ   আগামী রবিবার ও সোমবার ছট পুজো হাতে আর বেশি সময় নেই, শহর শিলিগুড়ির বিভিন্ন প্রান্তে বিভিন্ন ওয়ার্ড গুলির উদ্যোগে দেওয়া হচ্ছে ছট ব্রতীদের পুজোর উপকরণ ও সামগ্রী।

আরও পড়ুন -  অরবিন্দ আকেলা কাল্লু এবং নীলম গিরির ধামাকাদার ডান্স ভিডিও, তুমুল ঝড় তুলেছে ইন্টারনেটে, ট্রেন্ডিং তালিকায় জায়গা করলেন

এদিন শিলিগুড়ি 14 নম্বর ওয়ার্ডের বিশেষ উদ্যোগে ছট ব্রতীদের হাতে তুলে দেওয়া হল পুজোর উপকরণ ও সামগ্রী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার, এমআইসি ও ওয়ার্ড কাউন্সিলর শ্রীমতি শ্রাবণী দত্ত, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব বিশ্বময় ঘোষ সহ অন্যান্যরা।

আরও পড়ুন -  US Submarine `অজ্ঞাত বস্তুর` সঙ্গে মার্কিন সাবমেরিনের সংঘর্ষ