বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ফল নির্ণয়ে বহুল আলোচিত ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ইংল্যান্ডকে ৫ রানে হারিয়েছে আয়ারল্যান্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের অষ্টম ম্যাচে মুখোমুখি হয় দুই প্রতিবেশী আয়ারল্যান্ড ও ইংল্যান্ড। প্রথম ম্যাচে টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড।
ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৭ রান তুলে আইরিশরা। ইংলিশদের লক্ষ্য দাঁড়ায় ১৫৮ রান।
সর্বোচ্চ ৬২ রান করেন অধিনায়ক অ্যান্ডি বালবার্নি। দলীয় ১৩২ রানে তিনি ফিরলে আইরিশদের ইনিংসটাও তাসের ঘরের মতো ভেঙে পড়ে। মার্ক উড আর লিয়াম লিভিংস্টোনের তোপে ১৩২-৩ থেকে চোখের পলকে ১৩৮-৬ হয়ে যায় দলটির স্কোরকার্ড।
গ্যারেথ ডেলানির অপরাজিত ১০ বলে ১২ রানের ইনিংসে আইরিশরা ১৫০ রান তুলতে সক্ষম হয়। কিন্তু উইকেট খোয়ানো বন্ধ হয়নি। ইনিংসের চার বল বাকি থাকতেই ১৫৭ রানে অলআউট হয় দলটি। মার্ক উড ও লিয়াম লিভিংস্টোন তিনটি করে আর স্যাম কারান নেন দুটি উইকেট। ছবিঃ সংগৃহীত।