আহ্বান
খোরশেদ আলম বিপ্লব ( বাংলাদেশ )
যতদিন ঘুমন্ত বিবেক জেগে না ওঠবে
যতদিন মনুষ্যত্ববোধ জাগ্রত না হবে
ততদিন অন্যায়ের কাছে আত্মসমর্পণ করবে পবিত্র আত্মা।
স্বপ্ন নয় কথার ফুলঝুরি নয়
তুমি হও
আলোকবর্তিকা জাতির কল্যাণে
কিংবা সারেং হও হাল ধরো
পালহীন নৌকার।
আগামি প্রজন্ম হেসে উঠুক আলোকিত সকাল দেখে
মায়ের দীর্ঘশ্বাস ঘুচে যাক
রচিত হোক সুন্দরের ইতিহাস
যেখানে লিখা থাকবে-
কেমন করে মায়েদের স্বপ্ন কেড়ে নিত হন্তাকারক
কেমন করে দুঃশাসন ভেদ করে বৃক্ষটি ফলবতী হয়।