37 C
Kolkata
Thursday, May 16, 2024

দীপাবলিতে গানে গানে রাতের কথা ‘হাজার স্রোতে’ নিয়ে এলেন, চন্দ্রিমা ভট্টাচার্য

Must Read

সম্প্রীতি মোল্লা, কলকাতাঃ   দীপাবলিতে গানে গানে রাতের কথা ‘হাজার স্রোতে’ নিয়ে এলেন, চন্দ্রিমা ভট্টাচার্য।

বিশিষ্ট কণ্ঠসঙ্গীত শিল্পী চন্দ্রিমা ভট্টাচার্যের সাম্প্রতিক বাংলা মৌলিক গান রাত এবং প্রকৃতির রহস্যের এক অনন্য সাধারন মিশেল ‘হাজার স্রোতে’। রাতের প্রশংসা কবিতায়, পরে তা গানের রূপে “বিভাবভরী”এর রহস্যময়তাকে এক রোমান্টিক রূপ দিয়েছে। অন্ধকার ক্যানভাসে শান্ত এবং তারার আলোয় ঘেরা রাত, ভালোবাসার মনে আবেগের অপ্রত্যাশিত বিচ্ছুরণ অনুভব করায়। এ যেন রাত তারাদের গান।

আরও পড়ুন -  দীপাবলির আনন্দে মেতে উঠেছে মডেল শুভশ্রী

গানটি চন্দ্রিমার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে, পাশাপাশি উল্লেখযোগ্য স্ট্রিমিং পরিষেবাগুলিতেও উপলব্ধ।

ঋত্বিক এবং সৌমোদীপ গানটি লিখেছেন, ঋত্বিক ভান্ডারি সুর সংযোজন করেছেন। রনোদীপ মুখার্জি (মানু) এ গানের সুন্দর সঙ্গীত আয়োজন করেছেন যাকে আরো চমক জুড়েছে চন্দ্রিমার কণ্ঠ। ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মে গানটির প্রকাশ অন্ধকার আকাশের নীচে আলোর উৎসব উদযাপনের মৌসুমের সাথে মিলে গেল। চন্দ্রিমা ভট্টাচার্য বললেন, “এটা হল রাত উদযাপনের গান। রাতের নিজস্ব একটা আকর্ষণ আছে, এটা তার গুরুত্ব,মোহময় রূপকে স চমৎকারভাবে ফুটে উঠেছে ঋত্বিক ভান্ডারি-এর সৃষ্টিতে। মিউজিক ভিডিওটি একটা অন্ধকার রাতের তারা ভরা আকাশের গল্প বলে।”

আরও পড়ুন -  আলোর উৎসব দীপাবলি পূর্ণ উৎসাহের সাথে উদযাপিত হচ্ছে, প্রধানমন্ত্রী দিবসটি উপলক্ষে জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন

Latest News

Post Office Scheme: নিয়মে এলো কড়াকড়ি, এই কাজটি না করা হলে বন্ধ হয়ে যাবে পোস্ট অফিসের স্কিম

Post Office Scheme: নিয়মে এলো কড়াকড়ি, এই কাজটি না করা হলে বন্ধ হয়ে যাবে পোস্ট অফিসের স্কিম।  মানুষ ঝুঁকিহীন বিনিয়োগে...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img