করোনা সঙ্কট থেকে মুক্তি পেতে ১২৫ জায়গায় বৈদিক শান্তি যোজ্ঞ ভারত সেবাশ্রমের

Published By: Khabar India Online | Published On:

সত্যজিৎ চক্রবর্তী, খবরইন্ডিয়াঅনলাইন, কলকাতাঃ কলকাতা বালিগঞ্জ, রবিবার ১৮ই অক্টোবর, রবিবার, করোনা মহামারীর হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা
শিবাবতার স্বামী প্রণবানন্দজী মহারাজের ১২৫বছর আবির্ভাব উপলক্ষে দক্ষিন ২৪ পরগনার ১২৫ জায়গায় বৈদিক শান্তি যজ্ঞ অনুষ্ঠিত হল। দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে সংঘের কার্যালয় এবং সংঘ পরিচালিত হিন্দু মিলন মন্দির ও সেবাকেন্দ্র গুলিতে রবিবার ঠিক বৈকাল তিনটায় এই যজ্ঞের আয়োজন করা হয়। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে, মুখে মাস্ক পরে একযোগে এই শান্তি যজ্ঞে অংশ নেন এলাকার মানুষ। সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, দূর্গা পূজার প্রাক্কালে মানুষের মন থেকে সমস্ত অন্ধকার দূর হয়ে করোনা মহামারী চলে গিয়ে মানুষের মনে শান্তি ফিরে আসুক। সেই এই প্রার্থনা নিয়েই এই অভিনব শান্তি যজ্ঞের আয়োজন করা হয়েছিল দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে।

আরও পড়ুন -  ‘বসন্ত বহিল’ ভাইরাল অঙ্কিতা