মোহনবাগান তাঁবুতে সৌরভ

Published By: Khabar India Online | Published On:

শিখা দেব, কলকাতাঃ   মোহনবাগান তাঁবুতে সৌরভ।

সৌরভ গাঙ্গুলি মঙ্গলবার নব রূপায়িত মোহনবাগান ক্লাবে এসে অভিভূত হয়ে গেলেন। অবাক চোখে ক্লাবে সজ্জিত জিনিসপত্র দেখছিলেন। অতীতের দিনগুলোর কথা মনে তখন খেলা করছিল। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, মোহনবাগানের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। ঘুগনি খাওয়া থেকে খেলা। আমি যেবার অধিনায়ক ছিলাম সেবার পাঁচটা ট্রফি জিতে ছিলাম। ভারতীয় ক্রিকেট দলে জায়গা পাই তখন এই ক্লাবে খেলছি। তিনি আরও বলেন,ফুটবল আমার প্রিয় খেলা।

আরও পড়ুন -  লক্ষীর ভান্ডারের ফর্ম বিলি নিয়ে নতুন বিধি জারি করলেন মমতা, আরো হবে কড়াকড়ি
সৌরভ গাঙ্গুলি মঙ্গলবার নব রূপায়িত মোহনবাগান ক্লাবে এসে অভিভূত

স্কুল ছুটির পরে ময়দানে চলে আসতাম খেলা দেখতে। শুধু মোহনবাগান নয় ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিং দুরন্ত ফুটবল খেলত। কত নামি ফুটবলার।ইডেনে খেলা দেখেছি। অার যুব ভারতী স্টেডিয়াম তুলনা হয় না। কাতারে বিশ্বকাপ ফুটবল দেখতে যাবো। এটিকে মোহনবাগান নাম থেকে কী এ টি কে থাকবে? এই প্রশ্ন শুনে সৌরভ বলেন, এই সমস্যা মিটিয়ে দিতে পারবেন সচিব দেবাশিস দত্ত এবং ফুটবল সচিব স্বপন ব্যানার্জি। ওরা আমার পাশে থাকে। আপনি কী ডাইরেক্টর হচ্ছেন? সৌরভ হাসতে থাকেন। সঙ্গে সঙ্গে সচিব দেবাশিস বলেন, অবশ্যই আসতে পারেন। সৌরভ বেশ কিছুক্ষণ ফুটবল অনুশীলন দেখেন। শুভেচ্ছা জানান ফুটবলারদের।

আরও পড়ুন -  বাতাবি লেবু দিয়ে দুর্গা প্রতিমা ( Durga Pratima ) গড়ে নজির সৃষ্টি গৃহবধুর

সৌজন্যে।