Kali Pujo-2022: পিরামিডের আদলে তৈরি মন্ডপ

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ   শিলিগুড়ি পানি ট্যাংকি মোর যুবকবৃন্দের শ্রী শ্রী শ্যামা পূজার আকর্ষণ পিরামিডের আদলে তৈরি মন্ডপ সজ্জা।

শিলিগুড়িতে প্রথম সারির কালীপুজো মণ্ডপ গুলির আজ উদ্বোধ চলছে। শিলিগুড়ি সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজা পানি ট্যাংকি মোর যুবকবৃন্দের পুজো এবারে ৫৫ তম বর্ষে পদার্পণ করেছে। এবারে তাদের মন্ডপ তৈরি হয়েছে মিশরের পিরামিডের আদলে। দুর্দান্ত কাঠের কাজ মন্ডপ শয্যার শোভা বৃদ্ধি করেছে।

আরও পড়ুন -  Sachin Tendulkar: ১০০ কোটি টাকার বাংলো শচীনের, চমকে যাবেন সৌন্দর্যে, অন্দরমহলের ছবি দেখুন