International Cinema: শ্রুতি হাসান আন্তর্জাতিক সিনেমায়

Published By: Khabar India Online | Published On:

চলতি বছরে পর্দায় দেখা যায়নি অভিনেত্রী শ্রুতি হাসানকে। করোনার কারণে দীর্ঘ সময় বেকার বসে ছিলেন।  পরিস্থিতি স্বাভাবিক হতেই কাজে ব্যস্ত হয়ে পড়েছেন তেলেগু, হিন্দি ও তামিল ছবির জনপ্রিয় এই অভিনেত্রী।

 আন্তর্জাতিক সিনেমাতে দেখা যাবে তাকে। সিনেমার নাম ‘দি আই’। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরাণার এই ছবিটি পরিচালনা করবেন ডাফেন শোমন। ছবিতে শ্রুতির বিপরীতে রয়েছেন স্কটিশ অভিনেতা মার্ক রাওলে। এর আগে ‘দ্য লাস্ট কিংডম’ ওয়েব সিরিজে অভিনয় করে নজরে আসেন মার্ক।

আরও পড়ুন -  'বর্ধমান সহযোদ্ধা'র দশম বর্ষপূর্তি উদযাপন 

খবরটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন শ্রুতি। তিনি লেখেন, ‘‘এই রকম একটা ভাল টিমের সঙ্গে এই ছবিটার অংশ হতে পেরে ভাল লাগছে। আমি গল্প বলতে সবচেয়ে বেশি পছন্দ করি। আর এই রকম একটা গল্পের অংশ হতে পেরে আমি আরও খুশি।’’

আরও পড়ুন -  Bhojpuri Song: ভোজপুরি ইন্ডাস্ট্রি আবারও তার সঙ্গীতের জাদুতে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে

 ১৯৮০ এর দশকের প্রেক্ষাপটে সাজানো হয়েছে। এক বিধবা মহিলা তার মৃত স্বামীকে ফিরে পেতে চায়। ক্রমেই তার এক অন্ধকার জগতে প্রবেশ। আগামী মাসে গ্রিসের এথেন্স শহরে শুরু হবে ছবির শুটিং।

আরও পড়ুন -  বড় রদবদল কংগ্রেসের, বড় ভূমিকায় আসতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী ও পিকে