দর্শকদের বিচারে তৈরি হয় ধারাবাহিকের রিপোর্ট কার্ড, যা টিআরপি চার্ট (TRP Chart) বা টিআরপি লিস্ট বলা হয়।
বৃহস্পতিবার করে চার্ট বের হয়, অনেকে আন্দাজ করে নেয় কোন গল্প রমরমিয়ে চলছে আর কোনটা ফ্লপ হচ্ছে। একটা সময় ‘মিঠাই’ ছিল ফার্স্ট। মোদক পরিবারের গল্প মোদক পরিবারকে দিত টপ থ্রি’তে থাকার সুযোগ। কিন্তু, দিনদিন এই ধারাবাহিকের দর্শক চলে যাচ্ছে। টপ ফাইভের মধ্যেও নেই মিঠাই। পাশাপাশি, রিয়্যালিটি শো ‘রান্নাঘর’ও ফ্লপের তালিকায়। রান্নাঘরের রানী সুদীপা নিত্যদিন সমালোচনা শিকার হচ্ছেন সোশ্যাল মিডিয়ায়, সেইজন্যই এই রিয়্যালিটি শোয়ের মান ও পড়তে শুরু করেছে।
১) গৌরী এলো ৭.৮
২) ধুলোকণা ৭.৬
৩) গাঁটছড়া ৭.৩
৪) জগদ্ধাত্রী ৭.২
৫) অনুরাগের ছোঁয়া ৭.০
৬) আলতা ফড়িং ৬.৯
৭) মাধবীলতা ৬.৭
৮) মিঠাই ৬.৬
৯) লক্ষ্মী কাকিমা ৬.৩
১০) খেলনা বাড়ি ৬.২
১১) সাহেবের চিঠি ৬.১
১২) নবাব নন্দিনী ৫.৮
১৩) এক্কা দোক্কা ৫.৫
১৪) হরগৌরী পাইস ৫.৪
১৫) এই পথ যদি না শেষ হয় ৫.১
১৬) পিলু ৪.৮
১৭) লালকুঠি ৪.৫
১৮) গুড্ডি ৩.৭
১৯) উড়ন তুবড়ি, বোধিসত্ত্বর বোধবুদ্ধি ৩.৬
২০) গোধূলি আলাপ ২.৭
রিয়ালিটি শো
১) দিদি No.1 ৫.৭
২) সা রে গা মা পা ৫.১
৩) Dance Dance Junior ৪.৭
৪) রান্নাঘর ১.০