FIFA: বাফুফেকে জরিমানা করলো ফিফা

Published By: Khabar India Online | Published On:

বাফুফেকে আর্থিক জরিমানা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বাংলাদেশ ফুটবল দলের প্রাক্তন ব্রিটিশ কোচ জেমি ডের সঙ্গে চুক্তি থাকা সত্ত্বেও তাকে পাওনা পরিশোধ না করায় জরিমানা গুনতে হচ্ছে বাফুফেকে।

জরিমানার বিষয়টি জেমি ডে ইংল্যান্ড থেকে নিশ্চিত করেছেন। যদিও এই বিষয়ে বাফুফে এখন পর্যন্ত কোনো বিবৃতি বা মন্তব্য করেনি।

আরও পড়ুন -  106 টি ওয়ার্ডে একটি করে ভ্যাকসিন সেন্টার চালু করতে হবে, প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি

গত বছর সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়ন টুর্নামেন্ট শুরু হওয়ার আগে বাফুফে জেমি ডেকে কাজ থেকে দূরে রাখে৷ জেমি ডের চুক্তি ২০২২ সালের আগস্ট পর্যন্ত থাকলেও বাফুফে তার পাওনা পরিশোধ করেনি৷ জেমি আইনজীবীর মাধ্যমে ফিফায় আবেদন করেন৷ বাফুফে ফিফার সঙ্গে এই নিয়ে আলোচনা করেছে। শেষ পর্যন্ত ফিফার রায় জেমির পক্ষে গিয়েছে।

আরও পড়ুন -  Anubrata Mondal: আগামী ৪ দিন সিবিআই হেফাজতেই থাকবেন, বীরভূমের প্রভাবশালী তৃণমূল নেতা কেষ্ট মন্ডল

জেমি লন্ডন থেকে জানান, ফিফা আমার অর্থ প্রদানের জন্য বাফুফেকে নির্দেশ দিয়েছে। আমার আইনজীবী এই রকমই জানিয়েছেন।

বিভিন্ন মাধ্যমে কোটি টাকার জরিমানার কথা উল্লেখ হলেও তিনি বলেন, টাকার অঙ্কটি গোপনীয়। যেটি বলা হচ্ছে অতোটা নয়। আমার আইনজীবী ও বাফুফে এই বিষয়ে বিস্তারিত জানে। আমি শুধু জানি, ফিফা আমার পক্ষে রায় দিয়েছে। ছবিঃ সংগৃহীত।

আরও পড়ুন -  Brazil - Argentina: ব্রাজিলের মাটিতেই খেলতে হবে আর্জেন্টিনাকে