Chief Minister Mamata Banerjee: শিলিগুড়ির কাওয়াখালীতে অনুষ্ঠিত বিজয়া সন্মেলিনিতে উপস্থিত মুখ্যমন্ত্রী

Published By: Khabar India Online | Published On:

শিলিগুড়ির কাওয়াখালীতে অনুষ্ঠিত বিজয়া সন্মেলিনিতে উপস্থিত মুখ্যমন্ত্রী।

আজ শিলিগুড়ির কাওয়াখালীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরের বিজয় সম্মেলনিতে উপস্থিত হয়েছিলেন। তিনি এই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় জানান সকলকে কাজ করতে হবে। এছাড়া তিনি আরো জানান নভেম্বর মাস থেকে দুয়ারে সরকার শিবির আবার চালু হবে, ডিসেম্বর মাস পর্যন্ত চলবে। যারা আবেদন করে টাকা পাচ্ছেন না, এবার থেকে তারাও টাকা পাবেন।

আরও পড়ুন -  United States: রিপাবলিকানদের জয়, যুক্তরাষ্ট্রে প্রতিনিধি পরিষদে

তিনি আরো বলেন, আগামীতে পশ্চিমবঙ্গে বেকাররাও চাকরি পাবে, শুধু পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা নয় বাইরের থেকে আশা ছেলে মেয়েরাও চাকরি পাবেন। সামনের পঞ্চায়েত ভোটে তৃণমূলের প্রতিপক্ষ অনেকেই রয়েছে, যার মধ্যে ইডি ও সিবিআই আছে। তিনি আরো জানান, তিনি চিরকাল বাংলার হয়ে লড়াই করে এসেছেন লড়াই করে চলবেন।

আরও পড়ুন -  Kalsa Jatra: নবরাত্রি এবং রামনবমী উপলক্ষে কলস যাত্রা