শ্রী শ্রী সন্তোষী ঘাট পরিদর্শন, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, কালীপুজো ও ছট পুজো’র আগে

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ   আর হাতেগোনা কয়েকদিন, তারপরেই রয়েছে আলোর উৎসব দীপাবলি ও কালীপুজো। কালী পুজো ও দীপাবলীর পরে শ্রীশ্রী ছট পুজো। শিলিগুড়ি থেকে আরম্ভর ভাবে ছট পুজো পালন করা হয়। প্রত্যেক বছর ছট পুজোর প্রাক্কালে ঘাট গুলিতে যথেষ্ট ভক্তদের সমাগম হয়ে থাকে।

আরও পড়ুন -  May Day: সারা বিশ্ব জুড়ে মে দিবস বা শ্রমিক দিবস পালন হচ্ছে

আরও খবরঃ  Afghanistan: আফগান নারীর আত্মহত্যা, পাথর ছুড়ে মৃত্যুদণ্ড

শ্রী শ্রী ছট পুজো যাতে সুষ্ঠুভাবে সুসম্পন্ন হয়, ভক্তরা সুষ্ঠুভাবে যাতে পুজো দিতে পারেন, সেইসব বিষয় খতিয়ে দেখতে আর শিলিগুড়ি পুরো নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার মহাশয় শ্রী শ্রী সন্তোষী ঘাট এলাকা পরিদর্শন করেন।

আরও পড়ুন -  মণ্ডপের বিষয় শূন্য তবু শূন্য নয়, বিবেকানন্দ ক্লাবের কালীপুজো