Afghanistan: আফগান নারীর আত্মহত্যা, পাথর ছুড়ে মৃত্যুদণ্ড

Published By: Khabar India Online | Published On:

 এক বিবাহিত পুরুষের সঙ্গে পালিয়ে যাওয়া অপরাধ ছিল। দেশে নারী কারাগারের অভাব। তাকে প্রকাশ্যে পাথর ছুড়ে আঘাত করে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল তালিবান কর্তৃপক্ষ।

প্রকাশ্যে সেই নিষ্ঠুর মৃত্যু এড়াতে, শেষ পর্যন্ত গলায় ওরনার ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক আফগান নারী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গত সপ্তাহে, আফগানিস্তানের ঘোর প্রদেশে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুসারে, এই ঘটনার সূত্রপাত হয়েছিল সপ্তাহখানেক আগে। গ্রামেরই এক বিবাহিত পুরুষের সঙ্গে বাড়ি থেকে পালিয়েছিলেন ওই নারী। এই খবর পৌঁছে গিয়েছিল তালিবান কর্তৃপক্ষের কাছে। ওই নারী এবং পুরুষ, দুজনকেই শাস্তির নির্দেশ দেয় তালিবানিরা।

আরও পড়ুন -  Anjali Arora: খিল দরজা বন্ধ ঘরে নিজের চোষা মিষ্টি আম, কাকে আদর করে খাওয়ালেন অঞ্জলি?

গত বৃহস্পতিবার (১৩ অক্টোবর), যে বিবাহিত পুরুষের সঙ্গে পালিয়েছিলেন ওই নারী, তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। কথা ছিল শুক্রবার, নারীকে পাথর ছুড়ে ছুড়ে আঘাত করে মেরে ফেলা হবে। কিন্তু, তার আগেই আত্মঘাতী হন তিনি।

আরও পড়ুন -  Rituparna: ভক্তের জন্য দারুণ সুযোগ ঋতুপর্ণার

ঘোর প্রদেশের তালিবানি প্রাদেশিক পুলিশের মুখপাত্র আব্দুর রহমান বলেছেন, আমাদের এখানে নারী কারাগার না থাকার কারণেই, ওই নারীকে প্রকাশ্যে পাথর মারার শাস্তি দেয়া হয়েছিল। শাস্তি পাওয়ার আগেই, তিনি একটি ওরনা দিয়ে শ্বাসরোধ করে নিজের জীবন শেষ করে দেন।

আরও পড়ুন -  Afghanistan: তালেবান প্রাদেশিক গভর্নর নিহত, আত্মঘাতী হামলায়

সূত্রের খবর, সম্প্রতি আফগান দেশের বিভিন্ন প্রদেশে নারীদের বাড়ি থেকে পালিয়ে যাওয়ার প্রবণতা বেড়েছে। এই প্রবণতা রুখতে, তালিবান সরকার তাদের পাথর মেরে হত্যা বা প্রকাশ্যে বেত্রাঘাত করার সিদ্ধান্ত নিয়েছে।

 আফগান নারীরা এখন চরম মানবাধিকার সংকটের মুখোমুখি। শিক্ষা, কাজ, সামাজিক অংশগ্রহণ এবং স্বাস্থ্যের মৌলিক অধিকার থেকে বঞ্চিত আফগান নারীরা।

সূত্রঃ ইয়ন, এনডিটিভি।