Pakistan: শিশুসহ নিহত ১৮, পাকিস্তানে চলন্ত বাসে আগুন

Published By: Khabar India Online | Published On:

 চলন্ত বাসে আগুন লেগে ১২ শিশুসহ কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে পাকিস্তানে। বুধবার রাতে সিন্ধু প্রদেশের হায়দরাবাদ ও জামশোরো শহরের সঙ্গে করাচির বন্দর শহরকে সংযোগকারী এম-৯ মোটরওয়েতে এই দুর্ঘটনা ঘটে।

পাকিস্তানের সংসদীয় স্বাস্থ্য সচিব সিরাজ কাসিম সুমরো সাংবাদিকদের বলেন, ওই দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৮ জন যাত্রীর মৃত্যু হয়েছে, আহত ১০ জনকে উদ্ধার করার পর চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেছে।  বাসটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিল।

আরও পড়ুন -  Actor Paul Sorvino: আর নেই পল সোরভিনো, হলিউড অভিনেতা

জামশোরোর ডিসি আসিফ জামিল বলেন, ওই বাসে যারা ছিলেন তারা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ। ওই মহাসড়কের আশপাশে কোথাও আশ্রয় নিয়ে ছিলেন। দাদু জেলার নিজেদের বাড়িতে ফিরছিলেন তারা। এই উদ্দেশ্যে তারা ভাড়া করা গাড়ি ব্যবহার করছিলেন বলে জামিল জানান।

আরও পড়ুন -  US Journalist: খেলা চলাকালে মার্কিন সাংবাদিকের মৃত্যু, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে

বন্যায় সিন্ধু প্রদেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলোর একটি হল দাদু। কী থেকে বা কেমন করে বাসটিতে আগুন ধরেছে তা পরিষ্কার হয়নি।

পুলিশ জানিয়েছে, বাসটির পেছনের অংশে আগুন লাগার পর তা পুরো বাসে ছড়িয়ে পড়ে এমন ধারণাই পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন -  Pakistan: বিক্ষোভে উত্তাল পাকিস্তান, ইমরান খানের সমর্থকরা আন্দোলন করছেন

সূত্রঃ রয়টার্স। ছবিঃ সংগৃহীত।