নিজের উপস্থিত বুদ্ধির সহায়তায়, অপহরণকারীদের উদ্দেশ্য ব্যর্থ করে কিশোর!

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জঃ   নিজের উপস্থিত বুদ্ধির সহায়তায় অপহরণকারীদের উদ্দেশ্য ব্যর্থ করে কিশোর।

দিনে দুপুরে ফিল্মে কায়দাতে অপহরণের চেষ্টা কিশোরকে, নিজের উপস্থিত বুদ্ধির সহায়তাতে অপহরণকারীদের চোখে ধুলো দিয়ে পালিয়ে বাঁচে কিশোর। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের গোমরা গ্রামে।

আরও পড়ুন -  Dance Video: হবু ইঞ্জিনিয়ার, ‘চোলি কে পিছে কেয়া হ্যায়’এর তালে মঞ্চ কাঁপালো, নেটদর্শকরা প্রশংসায় ভারাচ্ছে

ঘটনার প্রসঙ্গে জানা গিয়েছে, দিনে দুপুরে কয়েকজন দুষ্কৃতি এক কিশোরকে মুখে রুমাল দিয়ে বেহুশ করে অপহরণ করবার চেষ্টা করো। ওই কিশোরের পরিবার সূত্রে জানানো হয়েছে মাসির বাড়িতে এসেছিল কিশোর। দুপুরবেলা মাসির বাড়ির পাশে অবস্থিত একটি চায়ের দোকানে গেলে, সেখানে কয়েকজন দুষ্কৃতী এসে তাকে মুখে রুমাল দিয়ে বেহুশ করে টোটোর মধ্যে উঠে নিয়ে পালানোর চেষ্টা করে। কিছু পড়ে কিশোরের জ্ঞান আসে, এরপর সে অপহরণকারীদের চোখে ফাঁকি দিয়ে টোটো থেকে নেমে পালায়। রাস্তায় দাঁড়িয়ে থাকা এক পুলিশকে সমস্ত ঘটনা জানায়। সেই মুহূর্তের মধ্যে অপহরণকারিরা জায়গা থেকে চম্পট দেয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন -  মোটর গাড়ি উৎপাদনের অন্যতম কেন্দ্র হিসাবে গড়ে তলার লক্ষ্যে কাজ করছে : শ্রী নীতিন গড়করি