Women Asia Cup: করুণ পরাজয় বাংলাদেশের, ভারতের বিপক্ষে

Published By: Khabar India Online | Published On:

 ভারতের বিপক্ষে করুণ পরাজয় বরণ করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নারী এশিয়া কাপে নিজের চতুর্থ ম্যাচে ভারতের কাছে ৫৯ রানে হেরেছে বাংলাদেশ।

আজকের ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠায় ভারত। ব্যাট করতে নেমে স্মৃতি আর শেফালির কল্যাণে উড়ন্ত সূচনা পায় দলটি। পাওয়ারপ্লেতে তুলে ফেলে ৫৯ রান। ভারতের প্রথম উইকেটের পতন হয় ৯৬ রানে। স্মৃতি মান্ধানা ফেরেন ৪৭ রান করে।

আরও পড়ুন -  Social Media: ছবি পোস্ট করার ক্ষেত্রে সতর্ক হতে হবে, সোশ্যাল মিডিয়ায়!

শেফালির ইনিংস সর্বোচ্চ ৪৪ বলে ৫৫ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটের বিনিময়ে ১৫৯ রান করে ভারত। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ টি উইকেট নেন রুমানা আহমেদ।

আরও পড়ুন -  Team India: চরম উপেক্ষিত ৩ বোলার ভারতীয় দলের, এনারা দাপট দেখাচ্ছেন আইপিএলে

 ভারতের দেয়া ১৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৪৫ রান যোগ করেন মুর্শিদা খাতুন ও ফারজানা হক পিংকি। দুজন মিলে খেলে ফেলেন ৯.১ ওভার। মুর্শিদা ২৫ বলে ২১ এবং ফারজানা পিংকি করেন ৪০ বলে ৩০ রান।

আরও পড়ুন -  প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৭৪তম স্বাধীনতা দিবসের ভাষণে আত্মনির্ভর ভারত অভিযানের গুরুত্বের কথা উল্লেখ করেছেন

তিন নম্বরে নেমে অধিনায়ক নিগার সুলতানা রানের গতি বাড়ানোর প্রয়াস চালান। তার ২৯ বলে ৩৬ রানের ইনিংসে পরাজয়ের ব্যবধান কমা ছাড়া আর কোনো লাভ হয়নি। ছবিঃ সংগৃহীত।