মা দুর্গাকে দশমীর দিন ভাসান দিয়েছে বঙ্গবাসী। এক বছরের অপেক্ষা। অবশ্য বাঙালির মধ্যে এখনও সেই পুজোর আমেজ রয়েছে। আজকে রেড রোডে হবে গ্র্যান্ড কার্নিভাল। দেশ বিদেশের মানুষ এসে এই কার্নিভালে যোগদান করেন। এই পুজোতে অসুরের মতো বঙ্গবাসীর কাছে প্যান্ডেল হপিংয়ে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি। ঠিক তেমনভাবে আজ কার্নিভালের দিন বৃষ্টি হবে নাকি, সেই নিয়ে মন্তব্য করল হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এখনই বৃষ্টি পিছু ছাড়ছে না। আজ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। শুধু আজ নয়, আগামী তিন চারদিনও পরিস্থিতির বিশেষ পরিবর্তন হবে না বলেই মনে করা হচ্ছে। আজ কার্নিভালের পর আগামী রবিবার লক্ষ্মীপুজোর দিন বৃষ্টি হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। ঝড়বৃষ্টি বেশি হতে পারে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাকুড়া, পুরুলিয়ায়। পশ্চিমের জেলাগুলিতে রবিবারের পর বৃষ্টি বাড়বে। সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস৷
শনিবার সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ থাকবে শহরতলিতে। গতকাল কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৯৩ শতাংশ। আজ কলকাতার বেশ কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।