TRP: প্রথম স্থান ছিনিয়ে নিল কে? গৌরী-জগদ্ধাত্রীর মধ্যে টেক্কা!

Published By: Khabar India Online | Published On:

 যারা কাজের মধ্যে বিরতির ফাঁকে ফাঁকে ধারাবাহিক দেখেন তাদের কাছে টিআরপি চার্ট খুব দামী, এটা অনেকটা পরীক্ষার ফলাফলের মতন। সারা সপ্তাহ ধরে যেই ধারাবাহিক সম্প্রচারিত হয় তার দর্শক সংখ্যার উপর নির্ভর করে তৈরি হয় টিআরপি লিস্ট। প্রতি সপ্তাহের মত এই সপ্তাহেও প্রকাশিত হয়েছে বাংলা ধারাবাহিকের টিআরপি চার্ট (TRP chart)।

আরও পড়ুন -  Neel-Trina: গোয়ায় বেড়াতে গিয়ে ‘তৃনীল’ রোম্যান্টিক মুডে ধরা দিলেন, কাপল গোলে মজে অনুরাগীরা

১) গৌরী এলো ৮.২
২) জগদ্ধাত্রী ৭.৩
৩) গাঁটছড়া ৭.২
৪) ধুলোকণা ৭.১
৫) মিঠাই – ৬.৭

৬) লক্ষ্মী কাকিমা সুপারস্টার, আলতা ফড়িং ৬.৪
৭) সাহেবের চিঠি ৬.২
৮) অনুরাগের ছোঁয়া , মাধবীলতা ৬.১
৯) খেলনা বাড়ি ৬.০
১০) নবাব নন্দিনী ৫.৪

আরও পড়ুন -  Madhurima Basak: শিরিন কি বললেন? ‘গুড্ডি’-র পরকীয়া নিয়ে

১১) এই পথ যদি না শেষ হয় ৫.২
১২) হরগৌরী পাইস হোটেল , এক্কা দোক্কা ৪.৯
১৩) পিলু ৪.৫
১৪) লালকুঠি ৪.৩
১৫) উড়ন তুবড়ি, বোধিসত্ত্বর বোধবুদ্ধি ৩.৭

আরও পড়ুন -  IND Vs AUS: হতাশ ক্রিকেটপ্রেমীরা, প্রধান অতিথি দুই দেশের প্রধানমন্ত্রী, বিসিসিআইয়ের টিকিট বিক্রি বন্ধ

১৬) গুড্ডি ৩.৫
১৭) গোধূলি আলাপ ৩.১
১৮) শিশু ভোলানাথ ২.২
১৯) রাধাকৃষ্ণ ১.৬
২০) বিক্রম বেতাল ১.১

রিয়্যালিটি শো 

১) দিদি No.1  ৫.৫
২) সা রে গা মা পা ৫.২
৩) Dance Dance Junior ৪.৫
৪) রান্নাঘর ১.১