Raw Bananas: সুস্বাদু ভর্তা, কাঁচা কলার খোসা দিয়ে

Published By: Khabar India Online | Published On:

 প্রিয় খাবার ভাত ও ভর্তা বাঙালিদের। গরম গরম ভাতের সাথে সুস্বাদু ভর্তা হলে কথাই নেই। ভর্তা প্রেমীদের জন্য আজকের কাঁচা কলার খোসার ভর্তা।

প্রস্তুত প্রণালী

আরও পড়ুন -  Mamata Banerjee: বাংলা সর্বদা অপপ্রচার ও ঘৃণার রাজনীতির পরিবর্তে উন্নয়ন ও ঐক্যকে বেছে নেবে

ভর্তা তৈরি করার জন্য ২ কাপ পরিমাণ কাঁচা কলার খোসা কুঁচি করে কেটে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিতে হবে।

সাথে কয়েক টুকরো ছোট চিংড়ি মাছ নিয়ে ভেজে নিতে হবে। সাথে কলার খোসা, পেঁয়াজ কুঁচি, মরিচ ও সামান্য লবন দিয়ে হালকা বাদামি করে চিংড়ির সঙ্গে ভেজে নিতে হবে।

আরও পড়ুন -  অর্থনীতিতে গতি আনতে ২৩টি কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থার মূলধনী ব্যয়ের ওপর পর্যালোচনা বৈঠক অর্থমন্ত্রীর

ভাজা হয়ে গেলে মিশ্রণটি সিলে ভলো করে বেটে ভর্তা তৈরি করে নিতে হবে। এবার গরম ভাতের সাথে পরিবেশন করুন ভর্তা। ছবিঃ সংগৃহীত।