Kherson: জেলেনস্কির দাবি, খেরসনের ৫০০ বর্গকিলোমিটার এলাকা পুনরুদ্ধার

Published By: Khabar India Online | Published On:

ইউক্রেনীয় বাহিনী গত শনিবার থেকে এখন পর্যন্ত দক্ষিণ খেরসন অঞ্চলে ৫০০ বর্গ কিমি এরও বেশি এলাকা এবং কয়েক ডজন বসতি পুনরুদ্ধার করেছে। বৃহস্পতিবার এই দাবি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

আরও পড়ুন -  Kakababur Protyaborton: ফেব্রুয়ারিতে ফিরছেন কাকাবাবু, আফ্রিকার জঙ্গলের রহস্যে নিয়ে

বৃহস্পতিবার এক ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, পূর্বাঞ্চলেও আরও সামরিক সাফল্য রয়েছে। ক্রেমলিনের ইউক্রেনের প্রায় ২০ শতাংশ দখল করার দাবিকে ক্ষুণ্ন করে খেরসনে যুদ্ধক্ষেত্রের বিজয়গুলি রাশিয়ান পরাজয়ের সর্বশেষতম ঘটনা।

আরও পড়ুন -  শুঁটকি মাছের রেসিপি

দক্ষিণাঞ্চলীয় সেনা কমান্ডের মুখপাত্র নাটালিয়া গুমেনিউক বলেছেন, পুনরুদ্ধার করা অঞ্চলটি প্রায় ৩০টি শহর ও গ্রাম রয়েছে যা কয়েক মাস ধরে রাশিয়ান বাহিনীর দখলে ছিল।

এই বিষয়ে রাশিয়ার কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। রাশিয়ার নিযুক্ত কর্মকর্তারা অঞ্চলের বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান পুনর্নবীকরণ করেছেন। খেরসনের ডেপুটি লিডার কিরিল স্ট্রেমাসভ বলেছেন, রুশ বাহিনী তাদের অগ্রগতি ধরে রেখেছে।

আরও পড়ুন -  International Meeting: আফগানিস্তান নিয়ে বৈঠকে থাকছে না যুক্তরাষ্ট্র

সূত্রঃ  আল-জাজিরা। ছবিঃ সংগৃহীত।