Malbazar: মৃত পরিবারে ও আহতদের হাতে, মুখ্যমন্ত্রী’র ঘোষণা অনুযায়ী চেক তুলে দেন, মেয়র গৌতম দেব

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ   দশমীর রাতে ভয়াবহ বিপর্যয় মাল নদীতে, হড়পা বানে ভেসে যায় অনেকেই। মৃত্যু হয় অন্তত ৮ জনের , আহত হয়েছে অন্তত ১৪ জন।

এদিন আহতদের সাথে মালবাজার হাসপাতালে দেখা করতে যান শিলিগুড়ি পুরো নিগমের মেয়র গৌতম দেব।

আরও পড়ুন -  CAA and NRC: মতুয়ারা সকলেই নাগরিক, সিএএ ও এনআরসি চালু করলে, আন্দোলন শুরু করবে মতুয়ারা

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আহতদের হাতে ক্ষতিপূরণ বাবদ ৫০ হাজার টাকার চেক তুলে দেন তিনি। এরপর প্রয়াতদের পরিবারের সাথে দেখা করার তিনি, মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী ২ লক্ষ টাকার চেক তুলে দেন তাদের হাতে।

আরও পড়ুন -  আগ্নেয়াস্ত্র দেখিয়ে টোলপ্লাজা লুট করার হুমকি, অভিযোগ ট্রাক চালকের বিরুদ্ধে