Malbazar: বিসর্জনে বিষাদের সুর, হড়পা বানে তলিয়ে গেল বেশ কয়েকজন

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ   বিসর্জনে বিষাদের সুর, হড়পা বানে তলিয়ে গেল বেশ কয়েকজন।

বিসর্জনের সময় বিষাদের সুর, নদীতে হড়পা বানে তলিয়ে গেল বেশ কয়েক জন। অনেকেই নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে। এদিন সন্ধ্যে সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে মাল নদীতে প্রতিমা নিরঞ্জনের পর্ব চলছিল। আচমকা নদীতে হড়পা বান আসে, তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে অন্তত ৩ জনের। যদিও স্থানীয় প্রশাসনের তরফ থেকে পরিষ্কার করে কোন কিছু জানানো হয়নি।

আরও পড়ুন -  জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্তি, বৈচিত্র্য এবং শ্রেষ্ঠত্বের মিশ্রণকেই তুলে ধরে : রাষ্ট্রপতি কোবিন্দ

স্থানীয় সূত্রে খবর মিলেছে, অন্তত ২০ থেকে ২৫ জন তলিয়ে গিয়েছে। উদ্ধার করা হয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত মোট ১০ জনকে। স্থানীয় বাসিন্দারের প্রথমে উদ্ধারকার্য শুরু করে, এরপর প্রশাসনের তরফ থেকে নদীতে জেসিবি নামিয়ে উদ্ধার কার্য শুরু করা হয়। তবে প্রবল স্রোতের কারণে উদ্ধারকার্য ব্যাহত হয়। মৃত্যুর সংখ্যা বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন -  Horoscope: আজ ১লা সেপ্টেম্বর, রাশিফল পড়ুন