ভারতীয় সেনাবাহিনীর একটি চিতা হেলিকপ্টার ভেঙে পড়ে অরুণাচল প্রদেশে তাওয়াংয়ের কাছে। বুধবার সকালের ওই দুর্ঘটনায় এক পাইলটের মৃত্যু হয়েছে। অন্য জন গুরুতর আহত অবস্থায় বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে, সীমান্ত এলাকায় রুটিন উড়ানের সময় ওই দুর্ঘটনা ঘটে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই পাইলটকে উদ্ধার করে মিলিটারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে এক জনের মৃত্যু হয় বলে জানান প্রতিরক্ষা মুখপাত্র। কী কারণে হেলিকপ্টারটি ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। সেনার তরফেও এই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
আপৎকালীন পরিস্থিতি হোক, বিপর্যয় বা যুদ্ধ পরিস্থিতি, ১৯৬০-৭০ সাল থেকে ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রসম্ভারে রয়েছে চেতক এবং চিতা হেলিকপ্টার। সঙ্গে সঙ্গে পরিস্থিতি এবং প্রযুক্তিও বদলালেও এই দুই ‘ভিনটেজ’ কপ্টারকে সেই ভাবে অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত করা হয়নি। তাদের অবসর দিতে চেয়ে সরকারের কাছে আবেদনও করে সেনাবাহিনী।
ভারতীয় নৌবাহিনী এবং বিমানবাহিনীও চেতক ও চিতা হেলিকপ্টার ব্যবহার করে। বিমানবাহিনীর কাছে মোট ১২০টি চেতক ও চিতা হেলিকপ্টার রয়েছে।
সূত্রঃ এনডিটিভি। ছবিঃ সংগৃহীত।