Durga Pujo-2022: শিলিগুড়ি আর্ট অফ লিভিং-এ অনুষ্ঠিত হয়ে গেল কুমারী পুজো

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ   শিলিগুড়ি আর্ট অফ লিভিং-এ অনুষ্ঠিত হয়ে গেল কুমারী পুজো।

শিলিগুড়ি আর্ট অফ লিভিং এর তরফ থেকে অনুষ্ঠিত হচ্ছে নবরাত্রি ও দুর্গোৎসব। এদিন নির্দিষ্ট নিয়ম মেনে অষ্টমী পূজো হয়, সাথে হয় কুমারী পুজো।

আরও পড়ুন -  Funny Video: নিজে এবং অন্য পড়ুয়াদের পড়া মুখস্ত করাতে গিয়ে কি কাণ্ড ঘটালো এই একরত্তি, নেটমহলের হাসি বন্ধ হচ্ছে না

যাকে ছোঁয়া যায়, স্পর্শ করা যায়। আজ এই কুমারী পুজো অন্য মাত্রা যোগ করেছে। আর হাতে দুই দিন দুর্গোৎসব জমজমাট গোটা রাজ্যে জুড়ে। যা এক অন্য মাত্রা যোগ করেছে, শিলিগুড়ি আর্ট অফ লিভিং এর দুর্গা পুজো দেখতে প্রচুর মানুষ প্রতিদিন ভিড় জমাচ্ছেন।

আরও পড়ুন -  Imran Khan: ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলা, ইমরানের বিরুদ্ধে