Durga Pujo-2022: নির্দিষ্ট প্রথা মেনে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হলো কুমারী পুজো

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ   নির্দিষ্ট প্রথা মেনে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হলো কুমারী পুজো।

গত দুই বছর করোনার কারণে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে কুমারী পুজো সেভাবে অনুষ্ঠিত হতে পারেনি। এই বছর পরিস্থিতি স্বাভাবিক নির্দিষ্ট প্রথা মেনে অনুষ্ঠিত হলো কুমারী পুজো। এদিন সকাল ন’টা থেকে জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশনের কুমারী পুজো শুরু হয়। তবে সামনের সারিতে দর্শকদের বসার ক্ষেত্রে ছিল নিষেধাজ্ঞা, দূরে থেকেই দর্শকদের দেখতে হয়েছে কুমারী পুজো।

আরও পড়ুন -  মধ্যবিত্তদের জন্য ভালো খবর, ৩০০ টাকা কমে বুক করুন গ্যাস সিলিন্ডার, এই পদ্ধতিতে

পাশাপাশি এদিন বেলুড়মঠেও কুমারী পূজা অনুষ্ঠিত হয়, দুপুর পেরোলেই সন্ধিপূজো অষ্টমী পেরিয়ে নবমীতে প্রবেশ। রয়েছে আর মাত্র 2 দিন, তাই আপামোর জনসাধারণ কোন মুহূর্তেকে মিস করতে চাইছে না। অষ্টমীর সকাল থেকে বিভিন্ন পুজো মণ্ডপ গুলিতে দর্শনার্থীদের ভিড় দেখা গেছে।

আরও পড়ুন -  Mohammad Manik: সুপার হিরো মোহাম্মদ মানিক, হড়পা বানে ভেসে যাওয়ার ১০ জনকে বাঁচায়