শুভ মহাঅষ্টমী

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ   শিলিগুড়ির বড় বড় পুজোর মধ্যে দাদাভাই স্পোর্টিং ক্লাবের পূজো অন্যতম। প্রতিবছর বিভিন্ন আদলে তৈরি হয় মণ্ডপ। এছাড়া পুজো উপলক্ষে দাদা ভাই স্পোর্টিং ক্লাবের মাঠে বসে খাবারের বিভিন্ন স্টল। ফুচকা, আলু কাবলি থেকে মোমো, চাওমিন এবং এগ রোল। দর্শনার্থীরা পুজো দেখতে এসে নিজেদের পছন্দের খাবার দিয়ে রসনা তৃপ্তি করে।

আরও পড়ুন -  ভুলে গেছেন বিল পরিশোধ করতে ক্রেডিট কার্ডের, এই নতুন নিয়ম জারি করে দিলো RBI

এবারে দাদাভাই স্পোর্টিং ক্লাবের পূজোর উদ্বোধন হয়েছে ষষ্ঠীর দিন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি, পুরো নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার। আজ শুভ মহাঅষ্টমী পুজো জমজমাট শিলিগুড়িতে।

আরও পড়ুন -  Nia Sharma: সাদা শর্টসে অভিনেত্রী নিয়া, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়