33 C
Kolkata
Sunday, May 5, 2024

Sudipta Chakraborty: আসছেন অভিনেত্রী সুদীপ্তা, ‘রান্নাঘরের গপ্পো’ শোনাতে

Must Read

 জি বাংলায় সুদীপা চট্টোপাধ্যায়ের (Sudipa Chatterjee) র রান্নাঘর দেখতে ব্যস্ত ছিলেন সকলে। এবার প্রতিযোগিতায় নামল কালার্স বাংলা।

জাতীয় পুরস্কার বিজয়িনী অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty) র হাত ধরে আসতে চলেছে ‘রান্নাঘরের গপ্পো’।

 

View this post on Instagram

 

A post shared by Colors Bangla (@colorsbangla)

একসময় টেলিভিশনেও রাজত্ব তৈরি করেছিলেন সুদীপ্তা। অনেক দিন পর আবারও তিনি টেলিভিশনে ফিরছেন ‘রান্নাঘরের গপ্পো’ নিয়ে।

আরও পড়ুন -  Kanchan Mallick: অনেকেই হয়তো কাঞ্চন মল্লিকের প্রথম স্ত্রীর কথা জানেন না !

বাঙালির রান্না দুই ভাগে বিভক্ত, বাঙাল ও ঘটি। ঘটিরা নাকি সব রান্নায় মিষ্টি দেন। এও শোনা যায়, বাঙালরা নাকি মাছের বিভিন্ন পদ তৈরি করতে এক্সপার্ট। মোহনবাগান জিতলে বাঙালরা গলিতে ঢোকার মুখে দেখতে পেতেন, গলদা চিংড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন মোহনবাগান সমর্থকরা। আবার একই দৃশ্য দেখা যেত ইস্টবেঙ্গল জিতলে। তখন অবশ্য চিংড়ি বদলে যেত ইলিশে।

‘রান্নাঘরের গপ্পো’-য় শুধু রান্না নিয়ে আড্ডাই থাকবে না, থাকতে চলেছে বিভিন্ন হারিয়ে যাওয়া রান্নাও। ‘রান্নাঘরের গপ্পো’ সঞ্চালনার পাশাপাশি রাঁধুনিদের অভিজ্ঞতার কথাও শুনবেন সুদীপ্তা।

 

View this post on Instagram

 

A post shared by Colors Bangla (@colorsbangla)

 সুদীপা বনাম সুদীপ্তা। ‘রান্নাঘর’ ভার্সেস ‘রান্নাঘরের গপ্পো’। আগামী 17 ই অক্টোবর থেকে কালার্স বাংলায় বিকাল পাঁচটার সময় সম্প্রচারিত হতে চলেছে। ছবিঃ  সংগৃহীত।

আরও পড়ুন -  Virat Kohli: ‘কোহলিকে আবার জাতীয় দলের নেতৃত্বে দেখতে চাই!’ রবি শাস্ত্রী

Latest News

সেই আমি আমার মতো

সেই আমি আমার মতো।  আমার স্বপ্ন জ্বলে। চিরকাল পালন করি, আমি স্বপ্ন দেখি। চিরকাল পালন করি,আমি স্বপ্ন দেখি, মনের কথা বলে, কবিতা...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img