Shakib-Bubli: অনন্ত জলিল, বদনাম চলচ্চিত্রে সুনাম বয়ে আনে না

Published By: Khabar India Online | Published On:

 কয়েকদিন ধরেই ‘টক অব দ্য টাউন’ এ পরিণত হয়েছেন ঢালিউড তারকা শবনম বুবলী। ফেসবুকে নিজের বেবিবাম্পের ছবি পোস্ট করে আলোচনায় আসেন। গতকাল জানান, তার আড়াই বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে যার বাবা শাকিব খান। এই ঘটনার পর রীতিমত নেট দুনিয়ায় ঝড় বয়ে যায়!

আরও পড়ুন -  Suhana Khan: হুঁস ওড়ালেন সুহানা নীল শাড়িতে, নেটভক্তরা অবাক হয়ে দেখছেন

  সাকিব-বুবলী আলোচনা যখন তুঙ্গে ঠিক সেই মুহূর্তে এই ইস্যুতে মুখ খুললেন চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক অনন্ত জলিল।

শাকিব-বুবলী ইস্যু নিয়ে অনন্ত জলিলের কাছে তার অভিমত জানতে চাওয়া হলে তিনি বলেন, শাকিব খান যা করেছেন সেটি তার ব্যক্তিগত বিষয়। মিডিয়ায় যেসব কথা ও খবর এসেছে তা এই দুই-চার দিনের মধ্যেই ভুলে যাবে। নতুন কোনো একটা ঘটনা ঘটবে আর সঙ্গে সঙ্গে মামলা চাপা পড়ে যাবে, মানুষ ভুলে যাবে। মিডিয়ায় গুরুত্ব পাবে তখন অন্য ঘটনা।’

আরও পড়ুন -  অরিন্দম শীলের নতুন ছবি ‘মহানন্দা’

মিডিয়ায় সন্তান লুকানোর বিষয়টি চলচ্চিত্রাঙ্গনকে প্রভাবিত করবে কি না–এ প্রসঙ্গে জানতে চাইলে অনন্ত জলিল বলেন, শুধু শাকিবের এই ইস্যু নয়, যে কোনো বদনামই চলচ্চিত্রে সুনাম বয়ে আনে না। যা খারাপ, তা খারাপই।

আরও পড়ুন -  Lionel Scaloni: আর্জেন্টাইন কোচ ৯০ মিনিটে ম্যাচ জিততে চান

 সাংবাদিকের প্রশ্নে হেসে ফেললেন অনন্ত জলিল। তিনি বললেন, তাদের প্রতি শুভকামনা রইল। সবার মঙ্গল কামনা করছি।’