Oily Skin: তেলতেলে ভাব দূর করুন সহজে ত্বকের

Published By: Khabar India Online | Published On:

দুর্গাপুজো শুরু অয়লি স্কিন যাদের, তারা গরমের দিনে বেশি সমস্যা ভোগ করেন। সারাদিন ত্বক তেলতেলে হয়ে থাকে। মেকআপও ঠিকমতো ত্বকে খাপ খায়না।

আপনাদের জন্য নিয়ে এলাম এক ঘরোয়া ফেস প্যাক এইটা গরমে ব্যবহারে আপনাকে তেল বিহীন সুন্দর গ্লয়িং স্কিন দেবে।

আরও পড়ুন -  ‘থাপ্পড় থেরাপি’

প্রথমে একটি ডিমের সাদা অংশ। এর সঙ্গে টক দই মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে। এই প্যাক ত্বকে ব্যবহার করে ১৫- ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। ছবিঃ সংগৃহীত।

আরও পড়ুন -  Makeup: সতর্কতা রূপচর্চায়, না মেনে চললে হতে পারে ত্বকের ক্ষতি